শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ইয়াবাসহ আটক-৩, প্রাইভেটকার জব্দ

ফরহাদ আমিন,টেকনাফ: টেকনাফে ৫ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবি টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ- জামান চৌধুরী জানান, ৩১ মার্চ শনিবার বিকালে টেকনাফস্থ বাহারছড়া শীলখালী বিওপির হাবিলদার মো. বাচ্চু মৃধার নেতৃত্বে একটি টহলদল শীলখালী অস্থায়ী চেকপোষ্টের যানবাহন তল্লাশীর দায়িত্বে নিয়োজিত ছিল।

একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোষ্টে আসলে সিগন্যাল দিয়ে থামায়। এসময় প্রাইভেটকার তল্লাশী চলাকালীন ড্রাইভার ও যাত্রীদের জিজ্ঞাসাবাদে আচরণ সন্দেহ হলে বিজিবি সদস্য এবং উপস্থিত বেসামরিক মহিলা দ্বারা পুংখানুপুংখ ভাবে তাদের শরীর তল্লাশী করে প্রাইভেটকারের সীটের মধ্যে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ২৮ টি প্যাকেট পাওয়া যায়।

পরে প্যাকেটগুলো খুলে গননা করে ১৬ লাখ ৩৮ হাজার টাকা মূল্যমানের ৫হাজার ৪৬০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও আটককৃতদের কাছ থেকে ১টি প্রাইভেটকার (যার রেজিষ্টেশন নম্বর- চট্ট মেট্ট- ১১-৭৭৭৫ ঘ) । জব্দকৃত প্রাইভেটকার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা এবং ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ২২ হাজার ৬০ টাকা জব্দ করা হয়।

আটককৃত হচ্ছেন,সাবরাং সিকদার পাড়া এলাকার আজিনুর আহম্মেদের ছেলে মোঃ জসিম উদ্দিন(২২),একই এলাকার মোঃ আব্দুল মোনাফের স্ত্রী ইয়াছমিন আক্তার(২৮) ও অলিয়াবাদ এলাকার আব্দুল গফুরের স্ত্রী সাবিনা আক্তার(২০)।

আটককৃতদেরকে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে ইয়াবা বহনে ব্যবহারিত প্রাইভেটকার ৩টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়