শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ বছরের শিশুকে ধর্ষণ করল নিকট আত্মীয়

যশোর প্রতিনিধি:যশোরের খোলাডাঙ্গার আবু কালামের ছেলে আল আমিন বাবু (২৫) এক ৮ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন শিশুটির মা। সে শিশুটির নিকট আত্মীয়। শুক্রবার বিকালে শহরের মুক্তেশ্বরী নদীর তীরে একটি বাগানে এ ঘটনা ঘটে।

শিশুটিকে শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুর মা জানান, স্বামীর মারা যাওয়ায় তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। শুক্রবার দুপুরে তার ওই আত্মীয় দাওয়াত খাওয়ার কথা বলে তার খোলাডাঙ্গার বাসায় মেয়েকে নিয়ে আসে।

বিকাল হয়ে গেলেও মেয়ে বাসায় না আসায় ফোনে তাকে দিয়ে যেতে বলেন মা। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাবু ফোন করে তাকে জানায়, মেয়েকে স্থানীয় ভাতুড়িয়া বাজারে রেখে যাচ্ছে। বিশেষ কাজ থাকায় বাড়ি পর্যন্ত যেতে পারছে না।

এরপর মা এগিয়ে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে যান। তখন মেয়েকে অসুস্থ মনে হয়। জানতে চাইলে সে কান্নাকাটি করে। একপর্যায়ে সবকিছু খুলে বলে।

শিশুর মা আরো বলেন, রাতে এই ঘটনা নিয়ে আমরা পরিবারের মধ্যে আলোচনা করি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় থানায় বিষয়টি জানানো হবে। সকালে আমি নিজে থানায় এসে ঘটনা জানাই। সব শুনে থানার অফিসার মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেন। আমি দুপুরের দিকে মেয়েকে ভর্তি করি।

হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক কানিজ ফাতেমা জানান, সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে মেয়েটিকে ভর্তি করা হয়েছে। তার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আসল ঘটনা জানা যাবে।

জানতে চাইলে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) সামসুজ্জোহা জানান, এই ঘটনার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে। একইসঙ্গে আসামি গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়েছে। তবে এখনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়