শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৪:১৮ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদীস কেন মানতে হবে ?

সাইদুর রহমান : কুরআন অবতীর্ণ হয়েছে সংক্ষিপ্ত আকারে। শুধু মূল বিধান উল্লেখ করেই শেষ হয়েছে। এর বিস্তারিত বিধান হাদীসে বলা হয়েছে। ইতিপূর্বে কিছু ব্যক্তি হাদীস অস্বীকার করেছে। যার বিরুদ্ধে কুরআন ও হাদীসে অসংখ্য কথা এসেছে। নিম্বে তা উল্লেখ করা হলো। কুরআনের আয়াত : ১. (আল্লাহ বলেন হে নবী) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে (নবীকে) অনুসরণ কর তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী দয়ালু। সূরা আলে আল-ইমরান ৩১)

২. তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন তাদের নিকট, যিনি তাদের কাছে পাঠ করেন তাঁর আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব (কুরআন) এবং হিকমত, যদিও তারা ইতোপূর্বে স্পষ্ট গোমরাহীতে লিপ্ত ছিল। (সূরা-আল্ জুমুআহ: ২) এখানে হেকমত বলতে বিস্তারিত কর্মপদ্ধতি তথা হাদিসের ইঙ্গিত।

২. হেঈমানদারগণ ! যখন তোমাদেরকে জুম‘আর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা মহান আল্লাহর যিকরের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য পরিত্যাগ কর। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে সক্ষম হও। সূরা জুম‘আ ১১) এখানে জুমআর নামাজ বলতে নির্দিষ্ট কোন নামাজের কথা বলা হয়নি। হাদীসে এ আয়াত দ্বারা জোহরের নামাজ বুঝানো হয়েছে।

৩. নিশ্চয় যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর । (সূরা তাওবা ১০৮) কোন মসজিদ সেটা হাদীসের দ্বারা প্রমাণিত । হাদীসে এসেছে, এরদ্বারা মসজিদে নববী উদ্বেশ্য।

৪. আর পুরুষ চোর এবং নারী চোরের হাত কেটে দাও। (আল-মায়েদা,৩৮) আয়াতে কী পরিমাণ চুরি করলে কতটুকু হাত কাটা হবে এর বিস্তারিত বলা হয়নি। হাদীসে এর বিস্তারিত এসেছে।

৫.এবং তিনি প্রবৃত্তি তাড়নায় কথা বলেন না। তা শুধু ওহী যা প্রত্যাদেশ করা হয়। সূরা নাজম , আয়াত৩-৪)

৬.যদি তিনি (মুহাম্মাদ ) আমাদের নামে বানিয়ে কিছু বলতেন তাহলে আমি তাকে ডান হাত দিয়ে পাকড়াও করতাম অত:পর তার শাহরগ (গ্রীবা) কেটে দিতাম। সূরা হাক্কাহ, আয়াত৪৪-৪৬)

৭. তোমাদের মধ্যে যারা আল্লাহকে স্মরণ করে এবং পরকালের আশা রাখে তাদের জন্য রাসূল সা. এর জীবনীতে সর্বোত্তম আদর্শ রয়েছে। ( আহযাব২১)

হাদীসেও অনেক বর্ণনা এসেছে। যেমন,
১. সাবধান ! অচিরেই এমন এক লোক আসবে যে তৃপ্তিসহকারে তার আসনে হেলান দিয়ে বলবে, তোমরা শুধু কুরআনকে আকড়ে ধর। কুরআন যা হালাল করেছে তাকে হালাল মনে কর আর যা হারাম করেছে তা হারাম মনে কর। আবু দাউদ, হাদীস নং ৪৬০

২: মিক্বদাম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. বলেছেন, সাবধান ! নিশ্চয় আমাকে কুরআন এবং কুরআনের মত আরেক জিনিস দেয়া হয়েছে। মুসনাদে আহমদ, হাদীস নং ১৭১৭৪

৩. পালিত গাধা ভক্ষণ করা হারাম । বুখারি, হাদীস নং ২৯৯১, মুসলিম, হাদীস নং ১৯৪০) হাদীস দ্বারা

৪. সব ধরণের হিং¯্র প্রাণী খাওয়া হারাম। মুসলিম, হাদীস নং ১৯৩৪) হাদীস দ্বারা

৫.নিজ স্ত্রীর ফুফু ও খালার সাথে বিবাহ করা হারাম। বুখারি হাদীস নং ৫১০৯)
হাদীস দ্বারা

৬.আল্লাহ ঐ ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করুন যে আমার থেকে হাদীস শ্রবণ অত:পর তা মুখস্থ করে অন্যের নিকট পৌঁছিয়ে দেয়। আবু দাউদ, হাদীস নং ৩৬৬০)

৭. হাদীস, নিশ্চয় রাসূলের সা. এর হারামকৃত বিষয় আল্লাহ কর্তৃক হারামকৃত বিষয়ের অনুরুপ। ইবনে মাজাহ, হাদীস নং ১২, সনদ সহীহ )

৮.আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভূক্ত নয়। সহীহ ইবনে খুযায়মা, হাদীস নং ১৯৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়