শিরোনাম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে চোরাইপথে আসা মিয়ানমারের ৩ নাগরিককের কাছ থেকে ২ হাজার ৬২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মিয়ানামারের ৩ নাগরিককে আটক করা হয়।

জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী সংলগ্ন টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া বরফকল এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের পরিদর্শক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে একটি টিম বিজিবি সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে ২ হাজার ৬২৬ পিস ইয়াবাসহ মিয়ানামারের ৩ নাগরিক আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন,মিয়ানমার মংডু এডিলা পাড়া এলাকার মৃত সৈয়দ আলমের মেয়ে মমতাজ (৪৫) মংডু নাটেরডিল এলাকার আবু সৈয়দের ছেলে মোঃ নুর(১৮) ও মংডু জান্দিলা পাড়া এলাকার মৃত গফুর মিয়ার মেয়ে নুর বেগম (১৮)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ৭ লাখ ৮৮ হাজার টাকা।

আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক মো. মোশারফ হোসেন ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবা ট্যাবলেটসহ মাদকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জোড়ালো অভিযান শুরু করেছে। ইতিমধ্যে মাদকদ্রব্য বিক্রির স্থানসহ কতিপয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করা হচ্ছে। এসব মাদকের স্থান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়