শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৩:৫৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে পাঠানোর মতো গুরুতর অসুস্থ নন খালেদা জিয়া

সাতক্ষীরা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে পাঠানোর মতো গুরুতর অসুস্থ নন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার গুরুতর এমন কোনও সমস্যার কথা শোনা যায়নি যে কারণে তাকে বিদেশে পাঠাতে হবে। ডাক্তার জানিয়েছেন তিনি পুরনো রোগে ভুগছেন, নতুন কোনও রোগ তার মধ্যে পাওয়া যায়নি।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া আদালতের নির্দেশে কারাগারে আছেন এবং তিনি সুস্থ আছেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তিনি জেল কোড অনুযায়ী প্রাপ্য সব সুযোগ লাভ করছেন।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনে যথেষ্ট সজাগ। বর্তমানে যে অভিযান চলছে তাতে তাদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই।

পরে মন্ত্রী দেবহাটা বিবিএম পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে মন্ত্রী বলেন, ২০১৩ সালে সাতক্ষীরাকে একটি মহল অবরুদ্ধ করে রেখেছিল। সেই দিন শেষ হয়েছে। এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রহুল হক এমপি, সাতক্ষীরা ১, ২ ও ৪ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, মীর মোস্তাক আহমেদ রবি, এসএম জগলুল হায়দার, সংরক্ষিত নারী আসনের এমপি রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান প্রমুখ।

এরপর মন্ত্রী কালিগঞ্জ উপজেলা নলতা রওজা শরীফ জিয়ারত শেষে নলতা আহসান উলস্নাহ মাধ্যমিক বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী অনুষ্ঠানে যোগদান করেন এবং বিকেল ৩টায় দেবহাটা থানা আওয়ামী লীগ আয়োজিত দেবীশহর ফুটবল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

-সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়