শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ১২:৫১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়া ইস্যুতে নতুন নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: উত্তর কোরিয়ায় উৎপাদিত বিভিন্ন পণ্য রপ্তানিতে সাহায্য করায় ২৭টি জাহাজসহ ২১টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়াও উত্তর কোরিয়ার বাণিজ্যে সহায়তা করার অভিযোগে তাইওয়ানের এক ব্যবসায়ীকেও অভিযুক্ত করা হয়।

এ নিষেধাজ্ঞার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার ওপর এযাবৎকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা জারি করা হলো। গতমাসে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয়। এ প্রসঙ্গে জাতিসংঘের যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিকি হ্যালি বলেন, এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বিজয়। বিষয়টিকে ‘ঐতিহাসিক’ বলেও অভিহিত করেন তিনি।

নিষেধাজ্ঞাটির মধ্যে উত্তর কোরিয়ার ১৩টি তেলবাহী ট্যাংকার ও কার্গো জাহাজকেও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও পিয়ংইয়ংকে বাণিজ্যে সহায়তা করে আসছিল এরকম ১২টি জাহাজের ওপর যেকোনো ধরণের বাণিজ্যিক পরিবহণের নিষেধাজ্ঞা জারি করা হয়। ২১টি জাহাজ ও বাণিজ্যক প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়, যার মধ্যে হংকংভিত্তিক তিনটি প্রতিষ্ঠানও রয়েছে।

উল্লেখ্য, কয়লা, লোহা, স্টিল ইত্যাদি বাণিজ্যের মধ্য দিয়ে উত্তর কোরিয়া প্রায় ২শ’ মিলিয়ন রাজস্ব আয় করে উত্তর কোরিয়া। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়