শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌক্তিকভাবেই একদিন মোশাররফের বিচার সম্পন্ন হবে

নূর মাজিদ: পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রীত্ব হারানো এবং দেশটির পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) অংশের সাবেক সভাপতি নওয়াজ শরিফ বলেছেন, একদিন সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পারভেজ মোশাররফের বিচার সম্পন্ন হবে।

শুক্রবার পাকিস্তানের আদালতে নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিপক্ষে নিজ বক্তব্য পেশ করার আগ মুহূর্তে তিনি সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় নওয়াজ দৃঢ়ভাবেই বলেন, একদিন মোশাররফের পুত্রদেরও তাদের বাবার সঙ্গে আসামির কাঠগড়ায় এসে দাঁড়াতে হবে।'

২০০৭ সালে জরুরী অবস্থা জারি এবং সংবিধান স্থগিত করে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত সাবেক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে পাকিস্তানের বিশেষ আদালত বিচারকার্য পরিচালনা করছে। বিচারকালে মোশাররফের আইনজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে মামলার শুনানিতে অংশগ্রহণে বিরত থাকেন বিশেষ আদালতের অন্যতম প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি।

২০১৪ সালে বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, ইয়াওয়ার আলি এবং সৈয়দা তাহিরা সফদারের সমন্বিত বেঞ্চের এই বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়। কিন্তু, একাধিকবার মোশাররফের বিদেশে অবস্থান ও আইনি জটিলতার কারনে এই বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়েছে।

নওয়াজ শরিফের সাম্প্রতিক বক্তব্যে তিনি দেরী সত্ত্বেও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমেই যে মোশাররফের বিচারের রায় হবে সেই বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সামরিক ক্যু’র মাধ্যমে তৎকালীন পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারের পতন ঘটান জেনারেল পারভেজ মোশাররফ। দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়