শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদের কিনারা থেকে নিউজিল্যান্ডকে টেনে তুললেন ওয়াটলিং-গ্র্যান্ডহোম

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে মাত্র ৫৮ রানে অলআউটের লজ্জা দিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে এবার সেই লজ্জার দিকেই এগিয়ে যাচ্ছিল দলটি। ৩৬ রান তুলতেই সাজঘরে ফিরে যান প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। তবে ষষ্ঠ উইকেটে ১৪২ রানের জুটি গড়ে স্বাগতিকদের লড়াইয়ে ফেরান ওয়াটলিং-ডি গ্র্যান্ডহোম।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৯২ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়াটলিং ৭৭ ও টিম সাউদি ১৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। ইংল্যান্ডের করা ৩০৭ রান থেকে এখনো ১১৫ রানে পিছিয়ে আছে স্বাগতিক শিবির।
৮ উইকেটে ২৯০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বেয়ারস্টো ও জ্যাক লিচ ৩১ রানের জুটিকে ৪৮ পর্যন্ত নিয়ে যান। এর মধ্যে সেঞ্চুরির দেখা পান বেয়ারস্টো। এরপরও ব্যক্তিগত ১৬ রান করা লিচকে সাজঘরে ফেরান সাউদি। দলীয় ৩০৭ রানে ১০১ রান করা বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ডকে গুটিয়ে দেন বোল্ট।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই টম ল্যাথামকে সাজঘরে ফেরান ব্রড। দ্রুত বিদায় নেন রাভাল (৫) ও টেলর (২)। আগের ম্যাচে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৪৫ রান করা নিকোলস এবার রানের খাতাই খুলতে পারেননি। অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোকে ক্যাচ দেন। ২২ রান করে সাজঘরে যান কেন উইলিয়ামসন।

মাত্র ৩৬ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে স্বাগতিকরা। তবে ষষ্ঠ উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে ১৪২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ওয়াটলিং। ডি গ্র্যান্ডহোমকে বিদায় করে প্রতিরোধ ভাঙেন ব্রড। সাজঘরে ফেরার আগে ডি গ্র্যান্ডহোম করেন ৭২ রান।

ডি গ্র্যান্ডহোমের বিদায়ের পর সাউদিকে নিয়ে দিনের খেলা শেষ করেন ওয়াটলিং। তবে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়ে যায় আগে ভাগেই। ইংল্যান্ডের হয়ে ব্রড ৪ অ্যান্ডারসন নেন ২ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়