শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মৌসুমেই মাঠে ফিরবেন নেইমার : পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক: কিছুদিন পরেই বিশ্বকাপ, আর মাঠে নেইমার। বিষয়টা শুধু ব্রাজিল নয়, নেইমার ভক্তদের জন্যও কষ্টকর বটে! তবে সুখবর ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য। ইনজুরি কাটিয়ে খুব দ্রুতই মাঠে ফিরছেন পিএসজি ও ব্রাজিলের তারকা। নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের কোচ উনাই এমেরি ফ্রান্সের গণমাধ্যমের কাছে জানিয়েছেন, আগামী ২ বা ৩ সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন নেইমার।

গত ফেব্রুয়ারির শেষ দিকে লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর তাকে অস্ত্রোপচারও করাতে হয়। অস্ত্রোপচারের পর এখন ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ফলে পিএসজির শেষ চার ম্যাচের সঙ্গে ব্রাজিলের হয়ে শেষ দুটি প্রীতি ম্যাচে দর্শক হিসেবে খেলা দেখেতে হয়েছে তাকে।

ধারণা করা হচ্ছিল তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। কিন্তু নেইমারের সঙ্গে কথা বলে পিএসজির কোচ জানান, ‘মৌসুমের শেষ দিকে মাঠে ফিরতে পারবেন নেইমার। আমি তার সাথে এ সপ্তাহে কথা বলেছি। ও এখন ভালো আছে। দ্রুত উন্নতি করছে। দুই-তিন সপ্তাহের মধ্যে প্যারিসে ফিরতে পারবে নেইমার।’

পিএসজি ধারণা করছে, কোপা ডে ফ্রান্সের ফাইনাল ৮ মে। ঐ টুর্নামেন্টের ফাইনালে উঠলে নেইমারকে মাঠে পাবে পিএসজি। সেমিফাইনালে ১৮ এপ্রিল তাদের প্রতিপক্ষ সিয়েন।

বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে চান নেইমার। কোনো ঝুঁকি নিতে চান না শেষ সময়ে। ব্যক্তিগত অনুশীলনের পাশাপাশি নিজের ফিটনেসের লড়াইয়ে ট্রেনারের সাহায্যে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। গত বৃহস্পতিবার অনুশীলনের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নেইমার। অনুশীলনের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব নয়।

২০১৮ বিশ্বকাপে লড়াইয়ে নামার আগে ওয়ার্মআপ ম্যাচে ৩ জুন ক্রোয়োশিয়া ও ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আর বিশ্বকাপে চূড়ান্ত লড়াইয়ে ১৭ জুন প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। এনবিসিস্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়