শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থায়ীভাবে দেশে ফিরে আসবেন মালালা ইউসুফজাই, বিদেশে ভাল ছিলেন না

ওমর শাহ: পাঁচ বছর পর নিজ বাড়িতে ফিরে গেলেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফ জাই। শনিবার তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনিতে সোয়াত ভ্যালির মিনগোরা শহরে নিজ বাড়িতে পৌঁছেন।
এরআগে শুক্রবার রাতে সাংবাদিক হামিদ মীরের উপস্থাপনায় জিও টিভির ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, পড়াশোনা শেষে তিনি পাকিস্তান ফিরে আসবেন। এছাড়াও শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেন, ‘আমি পাকিস্তান ভীষণ মিস করেছি। পাকিস্তান আমার দেশ ও ধর্ম নিয়ে গর্বিত। আমি বিদেশে ভাল ছিলাম না।’
২০১২ সালে তালেবান হামলায় আহত হওয়ার পর যুক্তরাজ্যে বসবাসরত মালালা প্রায় সাড়ে পাঁচ বছর পর পাকিস্তান এসেছেন। দেশে ফেরার পর এ প্রথম তিনি কোনো টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন।
জিও টিভিকে দেওয়া প্রায় আধা ঘণ্টার সাক্ষাৎকারে মালালা ইউসুফ জাই তার ভবিষ্যত পরিকল্পনা, মালালা ফান্ড, বাসেলস প্রোপাগান্ডা, পাকিস্তানের রাজনীতি নিয়ে কথা বলেন।
মালালা বলেন, পড়াশোনা শেষে দেশে ফিরে আসবো ও শিশুদের শিক্ষা নিয়ে কাজ করবো। পাকিস্তান ফিরতে পেরে খুবই আনন্দ লাগছে। বার বার মনে হচ্ছে আমি দেশে ফিরে এসেছি। আমার দেশে ফিরে আসার পেছনে সরকার ও সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে। পাকিস্তান আমার দেশ। এ দেশে আমার ততটুকুই অধিকার রয়েছে যতটুকু অন্যদের রয়েছে।
মালালা বলেন, ২০১২ সাল ও আজকের পাকিস্তানের মাঝে বড় পার্থক্য রয়েছে। দেশে ইতিবাচক অনেক কাজ হয়েছে। মানুষ ঐক্যবদ্ধ ও আন্দোলনমুখী হয়েছে।
মালালা ফান্ড নিয়ে তিনি বলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সহযোগিতা শুধু অর্থ দিয়ে হয় না। কারও মুখে হাসি ফুটানোও সদকায়ে জারিয়া। কিন্তু মালালা ফান্ডের উদ্দেশ্য প্রতিটি শিশুর মাঝে শিক্ষা ছড়িয়ে দেওয়া।
মালালার ফেরা উপলক্ষ্যে শনিবার সোয়াত ভ্যালিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিনগোরা শহরে মালালার বাড়িতে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। এই সফরে মালালা চারদিন পাকিস্তানে থাকবেন বলে জানান মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তারা। মিনগোরার যে স্কুলে একসময় মালালা পড়তেন সেই স্কুলের ছাত্রী আরফা আখতার বলে, “মালালা পাকিস্তানে আসায় আমরা খুব খুশি। আমিও মালালা। মালালার এই লড়াইয়ে আমি তার সঙ্গে আছি।” সূত্র: জিও নিউজ উর্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়