শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে বিমানে তল্লাশি: পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া

আব্দুর রাজ্জাক: বৃটিশ পরাষ্ট্রমন্ত্রালয়ের কাছে রাশিয়া তাদের একটি বিমান তল্লাশির লিখিত ব্যাখ্যা চেয়েছে। লন্ডনের হিথরো বিমান বন্দরে তল্লাশি চালানোর সময় বিমানটির ক্যাপ্টেনকে থাকতে দেয়া হয়নি। নিরাপত্তা কর্মীদের এমন শত্রুতাপূর্ণ আচরণের কারণে রুশ রাষ্ট্রদূত নিজে সেখানে পোঁছে ক্যাপ্টেনকে রাখার অনুরোধ করেও ব্যর্থ হয়েছেন বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবারের তল্লাশির ঘটনাকে স্পষ্ট উসকানি হিসেবে দেখছে রাশিয়া। রাশিয়ান বিমান তল্লাশি কূটনৈতিক আইনের সম্পূর্ণ বিরোধী বলে মন্তব্য করেছে ব্রিটেনে রুশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা বৃটিশ পররাষ্ট্রমন্ত্রণালয়ে বার বার যোগাযোগ করেও কোন সফলতা পায়নি বলেও অভিযোগ করেছে।

লন্ডনের ম্যাট্রোপলিটন পুলিশ ঘটনার সত্ত্বতা নিশ্চিত করে জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি সচেতনতা বার্তার ওপর ভিত্তি করে তল্লাশিটি চালিয়েছে। ঘটনাটি এমন একটি সময় ঘটানো হল যখন উভয় রাষ্ট্রের মধ্যে পাল্টপাল্টি কূটনীতিক বহিষ্কার নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ৪মার্চ লন্ডনে রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট হামলার দায়ে রাশিয়ার ২৩জন কূটনীতিককে বহিষ্কার করলে রাশিয়াও প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছিল। এর পর থেকে বিশ্বব্যাপী রুশ কূটনীতিক বহিষ্কারের ধুম লেগে যাওয়ায় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আরো একটি স্নায়ুযুদ্ধের আশংকা করেছেন। আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়