শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০২:৪৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জাতিসংঘের সহকারী মহাসচিবের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

মাহাদী আহমেদ : জাতিসংঘে কর্মরত এক নারী কর্মী সম্প্রতি অভিযোগ করেছেন যে, তিনি জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন যে, তাকে যৌন হয়রানি করা ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার বিনিময়ে তাকে পদোন্নতির প্রস্তাব দেওয়া হয়েছিলো।

তিনি জাতিসংঘের প্রতি অভিযোগ তুলে বলেন যে, তার সাথে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনার অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে।

যৌন হয়রানির অভিযোগ তোলা মার্টিনা ব্রস্ট্রোম জাতিসংঘের বিশ্ব এইডস কর্মসূচী (ইউএনএআইডি) এর একজন নীতি উপদেষ্টা।

সিএনএন’কে দেওয়া এক সাক্ষৎকারে ব্রস্ট্রোম জাতিসংঘের সহকারী মহাসচিব ড. লুইজ লরেসে’র বিরুদ্ধে তাকে যৌন হয়রানির অভিযোগ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ২০১৫ সালে জাতিসংঘের একটি সম্মেলন চলাকালে তারা লিফটে একত্রে জাচ্ছিলেন। এ সময়ে লরেস তাকে হঠাৎ করে জরিয়ে ধরে এবং জোরপূর্বক ভাবে চুম্বনের প্রচেষ্টা চালায়। অতঃপর, লরেস তাকে জোরপূর্বক ভাবে তার নিজ হোটেল কক্ষে টেঁনে নিয়ে যাবার চেষ্টা করে।

তবে লরেস তার বিরুদ্ধে ব্রস্ট্রোমে’র আনীত যৌন হয়রানির অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

লরেস তার বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ সম্পর্কে বলেন, তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে ১৪ মাসব্যাপী চলা তদন্তে পরিপূর্ণ সহযোগীতা করেছেন এবং উক্ত তদন্তে তিনি নির্দোষ প্রমানীত হয়েছেন।

তবে ব্রস্ট্রোম এ তদন্তের ফলাফলকে ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছেন এবং এর তীব্র সমালোচনা করেছেন। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়