শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০২:১৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিন্ধুর পানি বন্টন নিয়ে পাক-ভারত বৈঠক শুরু

নূর মাজিদ: কূটনৈতিক হেনস্থা নিয়ে যখন ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির মাঝেই দেশদুটি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে নিয়মিত আলোচনা শুরু করছে। বৃহস্পতিবার, দিল্লীতে শুরু হওয়া ‘পার্মানেন্ট ইন্দাস কমিশনের’ ১১৪তম এই বৈঠক দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিতে আসা ছয় সদস্যের পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিদ্যুৎ ও পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেহের আলি শাহ্। অন্যদিকে, আয়োজক দেশের প্রতিনিধিত্ব করছেন পানিসম্পদ বিষয়ক কমিশনার পি কে সাক্সেনা।

বিশ্বব্যাংকের মধ্যস্ততায় সিন্ধু ও কাশ্মীর প্রবাহিত প্রধান কয়েকটি নদীর পানি নিজেদের মধ্যে বন্টন করতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। এই লক্ষ্যে ১৯৬০ সালে স্থায়ী ‘ইন্দাস কমিশন’ যাত্রা শুরু করে। এই চুক্তির আওতায় বিয়াস, রাভি, সুলতেজ, সিন্ধু, চেনাব এবং ঝিলম নদীর পানি সমান অংশিদারিত্বে বন্টনের কথা বলা হয়েছে।

তবে, বৃহস্পতিবার শুরু হওয়া এই বৈঠকে পাকিস্তানী প্রতিনিধিরা কাশ্মীরের ভারত অধিকৃত অংশে বাঁধ নির্মাণ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন। তাদের দাবী, এই বাঁধ নির্মাণের ফলে তারা নদীর পানির নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে, ভারত জানিয়েছে কাশ্মীরে বাঁধ নির্মাণের ফলে সিন্ধু চুক্তির কোন ধারা লঙ্ঘন হয়নি।

ইতোপূর্বে, ২০১৭ সালের মার্চ মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইন্দাস রিভার্স কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো। দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়