শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

সুশান্ত সাহা : রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৩টার দিকে বন্দকযুদ্ধের এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখান দক্ষিণ মোল্লারটেকের দুই নম্বর রোডের ২৬২ নম্বর বাড়ির মোতালেব মিয়ার দ্বিতীয় তলার ফ্লাট বাড়িতে বাড়ি ভাড়ার কথা বলে ৮ থেকে ১০জনের অস্ত্রধারী একটি দল বাসায় ঢুকে ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসীর সহায়তায় দলের ৪ সদস্যকে আটক করা হয়। তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বাড়ির মালিক আবদুল মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তার বাসার ফটক খোলা পেয়ে ছয়-সাত জনের একটি দল বাসা ভাড়া নেওয়ার নাম করে ভিতরে ঢুকে পড়ে। এ সময় তারা তাকেসহ পরিবারে ছয়-সাতজন সদস্যকে বেঁধে ফেলে। পরে বাসার আলমারি ভেঙে নগদ সাড়ে চার লাখ টাকা ও ৩০ ভরি সোনা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিলে ডাকাতদের ছুড়া গুলিতে দুজন আহত হয়। কিন্তু এলাকাবাসী পাঁচজনকে ধরে ফেলে। আহত দুই এলাকাবাসী হলেন, রহমত ও ইমদাদ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পরই পুলিশ জানিয়েছিল, পাঁচজন ডাকাত সদস্যের বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে।

দক্ষিণখান থানার ওসি তপন কুমার সাহা জানান, ওই পাঁচ ডাকাত সদস্যের মধ্যে জহিরুল ইসলাম নিয়ে রাত ৩টার দিকে পুলিশ দিয়াবাড়ী এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করে। আর এই গোলাগুলিতে ডাকাত জহিরুল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়