শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড গড়ে শিরোপার কাছাকাছি আবাহনী

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার লিগে শুক্রবার নতুন রেকর্ড গড়েছে আবাহনী লিমিটেড। সুপার সিক্সে প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে প্রথম ব্যাটে নেমে রেকর্ড ৩৯৩ রানের সংগ্রহ দাঁড় করায়। পাহাড়সম লক্ষ্যটা বেশ সাবলীলভাবে তাড়া করছিল দোলেশ্বরের দুই ব্যাটসম্যান ফজলে রাব্বি ও মার্শাল আইয়ুব। আবাহনীর নিঃশ্বাস যখন ভারী হয় আসছিল তখন শুরু হয় বৃষ্টি বাগড়া। বৃষ্টি যখন থামলো তখন যনে আশাও হারিয়ে ফেলল প্রাইম দোলেশ্বর। হঠাৎ বৃষ্টিতে কেড়ে নেয় তাদের জয়ের স্বপ্ন। বৃষ্টি আইনে ২০ রানে জিতে মাঠ ছাড়ে আবাহনী।

আজকের এই জয়ের ফলে এবারের লিগের শিরোপাটা কাছাকাছি পৌছে গেছে দলটি। আর এ হারে শিরোপা লড়াই থেকে ছিটকে গেল দোলেশ্বর। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে শীর্ষে থাকা আবাহনীর সংগ্রহ ২০ পয়েন্ট।

আবাহনীর দেওয়া বিশাল লক্ষ্য তারা করতে শুরুটা ভালো করতে পারেনি দোলেশ্বর। দলীয় ৩৩ রানেই ফিরে যান দুই ওপেনার ইমতিয়াজ ও লিটন দাস। চাপে পড়া দলের হাল ধরেন ফজলে মাহমুদ ও মার্শাল আইয়ুব। তবে ৩০ ওভারে ২ উইকেটে ২১৭ রানে বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে প্রায় দেড় ঘণ্টা। এরপর বৃষ্টি থামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৭৮ রান। ৩ উইকেটে ২৪৪ রানের সময় আবারও বৃষ্টি নামে মাঠে। ফলে বৃষ্টি আইনে ২০ রানে হারতে হয় তাদের।

রাব্বি এবং মার্শাল দুইজনই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৮৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০০ রান রাব্বি আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মার্শাল। ৮৮ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। আবাহনীর পক্ষে ৬২ রানে ৩টি উইকেট পান তাসকিন আহমেদ।

বিকেএসপিতে এর আগে টস জিতে ব্যাট করতে নামে আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় আর নাজমুল হোসেন শান্ত উপহার দেন দারুণ এক জুটি। এ দুজনের ২৩৬ রানের রেকর্ড জুটিতে দল বড় রানের ভিত গড়ে। বিজয়ের রান আউটে ভাঙে এ জুটি। এরপর ভারতীয় হানুমা বিহারির সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন শান্ত। শান্ত আউট হলে বিহারি ও মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়া সংগ্রহ পায় আবাহনী। এর আগের রেকর্ডটিও ছিলে তাদেরই। ২০১৬ সালে মোহামেডানের বিরুদ্ধে ৫ উইকেটে ৩৭১ রান তুলেছিল ক্লাবটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়