শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ত্রুটিপূর্ণ লিফটের দরজার চাপে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে একটি ভবনের ত্রুটিপূর্ণ লিফটের দুই দরজার মধ্যে চাপ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শান্তিনগরের গ্রীণ পিস নামের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত আলবিরা রহমান (৯) ওই অ্যাপার্টমেন্টের ১৫ তলার বাসিন্দা শিপলুর রহমানের মেয়ে। শিপলু ‘আলী বাবা ডোর কোম্পানির’ মালিকের ছেলে।

ডিসি আনোয়ার বলেন, শিপলু তার স্ত্রী উম্মে সালমা রহমার ও মেয়ে উম্মে আলবিরা রহমানকে নিয়ে নিচ থেকে ১৫ তলায় উঠছিলেন।

১৫ তলায় উঠে শিপলু ও তার স্ত্রী লিফট থেকে নামলেও আলবিরা নামতে একটু দেরি করে এবং নামার সময় লিফটের দুই দরজা তাকে চাপ দেয়।
“ওই সময় সেন্সর কাজ করছিল না এবং উপরে কল ছিল বলে শিশুটিকে নিয়ে লিফট একটু উপরে উঠে গেলে শিশুটির মাথায়ও ছাদের সঙ্গে বাড়ি খায়।”

পরে দ্রুত আলবিরাকে নিয়ে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিফট ত্রুটিপূর্ণ জেনেও ভবন পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে ওই ভবনের ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ।

এক বাসিন্দা একটি টেলিভিশনকে বলেন, “প্রায়ই লিফটের সেন্সর কাজ করে না। কোনো লিফটম্যান থাকে না।”

কিন্তু এটাকে ‘দুর্ঘটনা’ আখ্যা দিয়ে ভবন পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া একই টিভির কাছে দাবি করেন, “লিফটের বয়স হয়েছে; ৭-৮ বছর হয়ে গেছে। লিফটের সার্ভিসিং ঠিক ছিল; লিফটম্যানও ছিল।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়