শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৭:৫৫ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি ট্যাংকের গুলিতে ফিলিস্তিনি কৃষক নিহত

ওমর শাহ: গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকের গুলিতে ফিলিস্তিনি কৃষক নিহত হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়। শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইসরায়েলি বাহিনী গুলি ছুঁড়ে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়নের ৭০তম বার্ষিকী ও ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা শুক্রবার গাজা উপত্যকায় বিশাল বিক্ষোভ করার পরিকল্পনা হাতে নিয়েছিল। তারা ইসরায়েলের হাতে দখলীকৃত তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়, খান ইউনুস শহরে ইসরায়েলি বাহিনীর ট্যাংকের গুলিতে ওই কৃষক নিহত হয়। গাজার অধিবাসীরা ইসরায়েলি সীমান্তের কাছাকাছি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ছয় সপ্তাহ ব্যাপী বিশাল বিক্ষোভ শুরু করার পরিকল্পনা করেছে।

এরআগে ইসরায়েল বৃহস্পতিবার জাতিসংঘকে সতর্ক করে দিয়েছিল যে, গাজার ফিলিস্তিনিদের একটি গণ বিক্ষোভের ডাকে ইসরায়েল নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতারেসকে পাঠানো এক চিঠিতে লিখেছিলেন যে ‘ফিলিস্তিনি নেতাদের অস্থিতিশীলতা তৈরি জন্য গণ আন্দোলনের ডাক দিয়েছে।
ইসরায়েলি রাষ্ট্রদূত পরিকল্পিত বিক্ষোভের নিন্দা করে বলেন এবং গাজায় জাতিসংঘের কর্মীরা বিক্ষোভের অংশ গ্রহণ থেকে বিরত থাকা উচিত।

উল্লেখ্য, ১৯৭৬ সালে ইসরাইলি সেনাদের গুলিতে ছয় নিরস্ত্র আরব বিক্ষোভকারী নিহতের প্রতিবাদে ফিলিস্তিনিরা প্রতিবছর ল্যান্ড ডে বা ভূখ- দিবস পালন করেন। ৩০ মার্চ শুক্রবার শুরু হয়ে আগামী ১৫ মে পর্যন্ত এই গণবিক্ষোভ বা প্রতিবাদ চলবে।

এদিকে, ফিলিস্তিনিদের গণবিক্ষোভ উপলক্ষে সীমান্তে অন্তত ১০০ বিশেষ (বাছাই করা) সেনা সদস্য মোতায়েন করেছে ইসরাইল। একটু এদিক-ওদিক হলে সরাসরি গুলি চালাতে পারবে এসব সেনা।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সৌদি গণমাধ্যম আল আরাবিয়া বলেছে, ইসরাইল বৃহস্পতিবার জাতিসংঘকে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের পরিকল্পিত গণবিক্ষোভের মুখে নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরাইলের।

সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়