শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৬:৩৮ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেয়ারস্টো টেনে তুললেন ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক: আরও একবার বড় বিপদে পড়তে যাচ্ছিল ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিল জো রুটের দল। সেখান থেকে দলকে রক্ষা করেছেন জনি বেয়ারস্টো। তার ব্যাটে চড়েই ৮ উইকেটে ২৯০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নেমে আরও একবার ব্যর্থ অ্যালিস্টার কুক। মাত্র ২ রান করেই ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর ১৮ রানে টিম সাউদির বলে এলবিডব্লিউ জেমস ভিন্সও।
৩৮ রানে ২ উইকেট হারানো দলকে এরপর কিছুটা স্বস্তি এনে দিয়েছিলেন মার্ক স্টোনম্যান আর জো রুট। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৫৫ রান। এরপরই সবচেয়ে বড় ধাক্কাটা খায় ইংল্যান্ড। টানা তিন ওভারে ফিরে যান জো রুট (৩৫), ডেভিড মালান (০) আর মার্ক স্টোনম্যান (৩৫)। তাতে ৯৪ রানের মধ্যেই ৫ উইকেট নেই সফরকারিদের।

ষষ্ঠ উইকেটে বেন স্টোকসকে নিয়ে ৫৭ রানের এক জুটিতে সেই ধাক্কাটা সামলে উঠেন বেয়ারস্টো। স্টোকস ২৫ রান করে ফেরার পর ৫ রান করা স্টুয়ার্ট ব্রডকে তুলে নেন বল হাতে আগুন ঝড়ানো সাউদি। তখনও দুইশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ইংলিশরা।

এমন মুহূর্তে আবারও হাল ধরেন বেয়ারস্টো। এবার নয় নাম্বার ব্যাটসম্যান মার্ক উডকে নিয়ে ৯৫ রানের দুর্দান্ত এক জুটি ইংলিশ উইকেটরক্ষকের। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন উড। কিন্তু ফিফটি পূরণ করার পর লোয়ার অর্ডারের এই ব্যাটসম্যানকে (৫২) বোল্ড করে ইনিংসে নিজের পঞ্চম উইকেটটি তুলে নেন সাউদি।

তবে এখনও একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন বেয়ারস্টো। ইংলিশ এই ব্যাটসম্যান দাঁড়িয়ে আছেন একেবারে সেঞ্চুরির দোঁড়গোড়ায়। ১৫৪ বল মোকাবেলায় ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় ৯৭ রানে অপরাজিত তিনি। সঙ্গে ১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন জ্যাক লিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়