শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে মালালাকে  রাজনীতিবিদ ও শোবিজ তারকাদের অভিনন্দন

ওমর শাহ: গত বৃহস্পতিবার প্রায় সাড়ে পাঁচ বছর পর দেশে ফিরেছেন নোবেল জয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফ জাই। দেশে ফেরা উপলক্ষ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তি, শোবিজ তারকা, রাজনীতিবিদ ও  সাংবাদকি সমাজ। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা মালালাকে অভিনন্দন জানান।

পাকিস্তানের অভিনেত্রী মাহেরা খান এক টুইটে মালালাকে উদ্দেশ্য করে লেখেন, ‘অভিনন্দন বেবি গার্ল মালালা’। ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান লেখেন, ‘দেশে ফেরার জন্য প্রিয় মালালার জন্য অনেক দোয়া ও ভালোবাসা।’ মুত্তাহেদা কওমী মুভমেন্টের নেতা ও জাতীয় এসেম্বলির সদস্য সাইয়েদ আলী রেজা আবেদি বলেন, ‘অভিনন্দন পাকিস্তানের বাহাদুর কন্য মালালা।’ জিও নিউজের প্রতিনিধি আবসা কোমেল এক টুইট বার্তায় বলেন, ‘আমাদের ভূমির নোবেল কন্যা, সাহসী ও বুদ্ধিমতি মালালাকে অভিনন্দন।’

জনপ্রিয় ব্যক্তিরা ছাড়া সোশ্যাল মিডিয়ার ইউজাররা মালালাকে অভিনন্দন জানিয়েছেন। রেহমান ওয়াজির নামের একজন লেখেন,  ‘আমাদের জাতীয় গর্ব মালালা ইউসুফ জাইকে অভিনন্দন।’ মুহাম্মদ ইমরান লেখেন, ‘মালালা ফিরে আসায় আমার আনন্দ প্রকাশ করতে পারছি না। দীর্ঘ সময় হলেও ফিরে আসার জন্য অভিনন্দন। তুমি আমার দেশের পরিচয়।’ নিলাম গিগায়নি লেখেন, ‘মালালা সেই নারী যে অস্ত্রকে কলমে রূপান্তর করে নিয়েছেন। যখন সারা পৃথিবী চুপ ছিল শুধু মালালাই আওয়ার উঠিয়েছে।’ সূত্র: জিও নিউজ উর্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়