শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্দেশনা অমান্য করে রাজধানীতে চলছে কোচিং সেন্টার (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী: সরকারি নির্দেশনা অমান্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো চালু রয়েছে অনেক কোচিং সেন্টার। এদের মধ্যে অনেকে গোপনে, অনেকে আবার প্রকাশ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অজুহাত, বন্ধের নির্দেশনা তাদের জানা নেই।

প্রশ্নফাঁস ঠেকাতে চলতি বছর এসএসসি পরীক্ষার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয় সরকার। তারই ধারাবাহিকতায় ২ এপ্রিল এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষামন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং সেন্টার আইননত গ্রহণযোগ্য নয়।

অথচ রাজধানীর বিভিন্ন এলাকায় কোচিং সেন্টার প্রকাশ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর একটি ওরাকল কোচিং সেন্টার। ওরাকল বিসিএস কোচিং সেন্টারের শাখা পরিচালক মো. আখতার হোসেন বলেন, গতকাল আমাদের ক্লাস ছিল না। তাই আজ ক্লাস নিচ্ছি।

একই অবস্থা ফার্মগেইটের বিসিএস কনফার্ম কোচিং সেন্টারেরও। বিসিএস কনফার্ম সমন্বয়ক মো. সজিব বলেন, এসএসসি পরীক্ষার সময় আমরা কোচিং সেন্টার বন্ধ রেখেছিলাম। এখন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের বিষয়ে কোন কিছু জানতে পারিনি। নির্দেশনা আসলে কোচিং সেন্টার বন্ধ রাখব।

এদিকে সাইফুর্স কোচিং সেন্টার বলছে, তাদের কার্যক্রম চালাতে কোনো বাঁধা নেই। কারণ তারা কোচিং সেন্টার নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। অথচ এই কোচিং সেন্টার বিশ্ববিদ্যালয় ভর্তিসহ সব ধরনের কোচিং কার্যক্রম চালায়।

সাইফুর্স কোচিং সেন্টারের ইনচার্য মিনহাজুল ইসলাম বলেন, যদিও এটা কোচিং সেন্টার বলা হয়। এটা মূলত প্রাইভেট লিমিটেড কোম্পানি।

এদিকে পিরোজপুরে সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখায় ১১টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়