শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন: প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু

ডেস্ক রিপোর্ট : আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুকে জোরালোভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সম্মেলনে অংশ নেয়া পররাষ্ট্রমন্ত্রীদের আগামী ৪ মে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান শাহরিয়ার আলম। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এই সেমিনারের আয়োজন করে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে যুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছে মিয়ানমার। দীর্ঘসময় এ বিষয়টি নিয়ে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রথমে কোনো কিছুতেই জাতিসংঘ বা তার মানবাধিকারবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নাম লিখতে রাজি ছিল না মিয়ানমার। কিন্তু এখন মিয়ানমার সরকার ইউএনএইচসিআরের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছে। জাতিসংঘ বিষয়টা আমাদের নিশ্চিত করেছে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার কবে থেকে কাজ শুরু করবে? এ প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, বিষয়টি মিয়ানমারের ওপর নির্ভর করছে। আমার পক্ষে বলা সম্ভব না। এ যাবত ১০ লাখ ৮০ হাজারের বেশি রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই মাস আগে আমাদের দুই দেশের মধ্যে চুক্তি ও ফিজিক্যাল অ্যারেঞ্জেমেন্ট সই হলেও এখনো রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি। তবে এ জন্য আমরা বিচলিত নই, তড়িঘড়ি করে রোহিঙ্গাদের পাঠিয়ে দিলে সমস্যা হতে পারে।

প্রতিমন্ত্রী আরো বলেন, অগ্রগতি ধীর হলেও, আমরা ঠিক পথে আছি এবং প্রক্রিয়াও ঠিক পথেই আছে। গত ১৬ ফেব্রুয়ারি আমরা ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা দিয়েছিলাম। এখন আমরা দ্বিতীয় তালিকা দেব। সূত্র : ভোরের কাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়