শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে পানি সংক্রান্ত তথ্য দেবে চীন

তানভীর রিজভী : ভারতকে ব্রহ্মপুত্র নদীর পানি সংক্রান্ত তথ্য দিতে সম্মতি জানিয়েছে চীন। দুই দিন ব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক শেষে চীনের শীর্ষ পানি সম্পদ অধিদফতরের কর্মকর্তারা এই সিদ্ধান্ত নেন। খবরটি জানিয়েছে ভারতের টাইমস অফ ইন্ডিয়া।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, বৈঠকের পর এই দুই দেশের মধ্যকার বরফ গলা শুরু করেছে। গত বছর আন্তর্জাতিক নদীচুক্তির পর তাদের মধ্যকার সম্পর্কের অনেকটা উন্নতি হয়।

এর আগে গত বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায় সূত্রে জানা যায়,  তারা ভারতকে এই পানি সংক্রান্ত তথ্য দেবে। ডোকলামের টানাপোড়েনের কারণে এই তথ্য গতবছর দিতে অসম্মত হয়েছিল চিন।  চিন ও ভারতের মধ্যে ডোকলাম সংকট নিয়ে সৃষ্ট হওয়া উত্তেজনার অবসান ঘটলেও ব্রহ্মপুত্র নদের পানি নিয়ে শুরু হয় নতুন সংকট। পানিবণ্টন চুক্তি অনুযায়ী চলতি বর্ষায় ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহের হাইড্রোলজিকাল তথ্য বণ্টন নিয়ে কোন তথ্য ভারতকে দেয়নি চীন।

ব্রহ্মপুত্র নদ চীনের তিব্বতে শুরু হয়ে ভারত এবং বাংলাদেশে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিলে যায়। চিনা কর্তৃপক্ষ জানায়, তাদের হাইড্রোলজিক্যাল স্টেশনগুলো নতুন করে উন্নয়ন করা হচ্ছে যার কারণে তারা কোনো তথ্য প্রকাশ করতে পারছে না ৷

সূত্র: দ্য হিন্দু এবং টাইমস অফ ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়