শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইফট হ্যাকিং ঠেকিয়ে দিল মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

আনোয়ার হোসেন: ভুয়া সুইফট মেসেজের মাধ্যমে অনুমতিহীন অর্থ স্থানান্তরের চেষ্টা শনাক্ত করার পাশাপাশি তা ঠেকিয়ে দিয়েছে মালয়েশিয়া কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নেগারা মালয়েশিয়া জানিয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়ায় গত মঙ্গলবার ওই হ্যাকিং চেষ্টায় তাদের কোনো আর্থিক ক্ষতি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অর্থ স্থানান্তরের ওই অনুরোধ সুইফটের গেøাবাল পেমেন্টস নেটওয়ার্ক থেকে এসেছিল কি না, তা স্পষ্ট করে বলেনি মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নেগারা মালয়েশিয়া। এ বিষয়ে বিস্তারিত তথ্যও তারা প্রকাশ করেনি।

ব্যাংকটির বিবৃবিতে বলা হয়েছে, সুইফটসহ অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে দ্রæত যোগাযোগের মাধ্যমে অনুনোমোদিত অর্থ স্থানান্তরের সব চেষ্টা তাৎক্ষণিকভাবে আটকে দিয়েছে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রæয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার একই কায়দায় চুরি হয়। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এসব অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। এর মধ্যে মাত্র দেড় কোটি ডলার উদ্ধার করা গেলেও বাকি অর্থ উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই।

২০১৭ সালের ফেব্রæয়ারিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকেও একই কায়দায় চুরি হয়। সেখানে ৩৩ কোটি ৯৫ লাখ রুবল চুরি যায় বলে স¤প্রতি দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মতে, ওই হ্যাকিং চেষ্টায় স্বাভাবিক লেনদেনে কোনো বিপত্তি ঘটেনি। তবে অংশীজনের স্বার্থরক্ষায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় শিঘ্রই তদন্ত শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়