শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইমেন পুলিশ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ২০ নারী পুলিশ

সুজন কৈরী : কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়েছে। ছয় ক্যাটাগরিতে ২০ জন নারী পুলিশ সদস্য এ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ েবাংলাদেশ পুলিশ অডিটরিয়াম মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পুলিশের ২০ নারী সদস্যদের হাতে সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মণি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ডিআইজি মিলি বিশ্বাস।

ছয়টি ক্যাটাগরির মধ্যে আজীবন সম্মাননা পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (লজিস্টিকস) মিলি বিশ্বাস, পুলিশে নারী নেতৃত্বে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশ ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস, সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রোমানা আক্তার, ডিএমপির ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ লাকী, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (এসআই) হাসিনা বেগম। কর্মক্ষেত্রে সাহসিকতার জন্য ‘মেডেল অব কার্জ’ অ্যাওয়ার্ড পেয়েছেন, কুষ্টিয়া জেলার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, বাগেরহাটের জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল মমতাজ খাতুন। নাগরিক সেবা ও পুলিশিংকে আরও গতিশীল করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, বরিশাল জেলার (কোতয়ালী থানা) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীন, বগুড়া জেলার উপ-পরিদর্শক (এসআই) সামসুর নাহার আক্তার, শরীয়তপুর জেলার পালং মডেল থানার এসআই রানু আক্তার, চাঁপাইনগঞ্জের নারী ও শিশু সহায়ক ডেস্কের ইনচার্জ এসআই মোছা. ইসমাতারা।

জাতিসংঘ মিশনে বিশেষ অবদানের জন্য ‘পিস কিপিং মিশন’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ডিএমপির পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ফাতিমা ইয়াসমিন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীমা ইয়াসমীন।

‘এক্সিলেন্স ইন সার্ভিস’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোছা. শামীমা আক্তার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং-২) মৌসুমী মন্ডল, ডিএমপির ট্রাফিক (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন নাহার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (পাসপোর্ট) মাকসুদা আকতার খানম ও সংযুক্ত ১১ এপিবিএন এর কনস্টেবল সোনিয়া আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়