শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠোর হস্তে দমন করা হবে বন্ডের অপব্যবহারকারীদের : এনবিআর চেয়ারম্যান

স্বপ্না চক্রবর্তী : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, শুল্কমুক্ত সুবিধা নিয়ে যারা বন্ডের অপব্যবহার করে তাদের কঠোর হস্তে দমন হবে। তিনি বলেন, রফতানি বাজার প্রসার করতে বন্ড সুবিধা দেয়া হয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করে শুল্ক ও কর না দিয়ে বিদেশ থেকে অতিরিক্ত পণ্য আনছে।

বৃহস্পতিবার রাজধানীর ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বন্ডের অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যে এনবিআরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আসন্ন জাতীয় বাজেট ২০১৮-১৯ উপলক্ষে রাজস্ব নীতিমালা, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর এবং মাঠ পর্যায়ে মূসক ও কর সম্পর্কিত নানা সমস্যা নিয়ে এ সভার আয়োজন করে।

সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম (মহিউদ্দিন) এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক প্রীতি চক্রবর্তীসহ সংগঠনটির অন্যান্য পরিচালকরা।

এসময় এনবিআর চেয়ারম্যান আরো বলেন, বন্ডের অপব্যবহার করে এক শ্রেণীর ব্যবসায়ীরা এক পণ্যের নাম ব্যবহার করে অন্য পণ্য আমদানি করছে। এতে করে স্থানীয় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। আমরা আগামী বাজেটে মুসক ও শুল্ক হার ব্যবসায়িদের জন্য সহনীয় রাখা হবে উল্লেখ করে তিনি বিভিন্ন খাতের গুরুত্ব অনুযায়ি স্তরভিত্তিক মুসক নির্ধারণের আশ্বাস দেন। এছাড়াও আগামি বাজেটে স্থানীয় শিল্পের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

এফবিসিআইয়ের সভাপতি শফিকুল ইসলাম (মহিউদ্দিন)ও বন্ডের অপব্যবহারের বিষয়ে সহমত প্রদর্শন করে তার বক্তব্যে বলেন, গুটিকয়েক ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করছে। কাস্টমস ও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজসে এ কারসাজি চলছে। তবে আমরা যৌথভাবে তাদের বয়কট করবো। এসময় তিনি বলেন, আমরা ব্যবসা-বান্ধব ও হয়রানিমুক্ত রাজস্ব ব্যবস্থা চাই। এ লক্ষ্যে এনবিআরের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে এফবিসিসিআই থেকে ইতিমধ্যে কার্যক্রম গ্রহন করা হয়েছে। এফবিসিসিআই-এর সদস্য সংগঠনগুলোর কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে আমদানি শুল্ক, আয়কর ও মুসক সম্পর্কিত প্রাথমিক প্রস্তাবনা প্রণয়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন ব্যবসা খাতের প্রস্তাবনা তুলে ধরার জন্য এনবিআর-এর সাথে এ সভার আয়োজন করে সংগঠনটির নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়