শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ৭ হাজার মানুষের জন্য ডাক্তার ১ জন; ৫ লাখে বিশেষজ্ঞ ১ জন

সাজিয়া আক্তার : দেশে প্রতি ৭ হাজার মানুষের জন্য এমবিবিএস ডাক্তার মাত্র একজন অথচ উন্নত বিশ্বে এই অনুপাত ৫০০ জনে একজন, বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা আরও কম। প্রতি পাঁচ লাখ মানুষের জন্য মাত্র একজন, এমন বাস্তবতায় আগামী কাল শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারদের ২৯ তম আন্তর্জাতিক সম্মেলন। আয়জকদের দাবি চিকিৎসা বিদ্যা গবেষণার মানদণ্ড নির্ধারণ করতেই এ সম্মেলন।

হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন দেশের দুই কোটির ও বেশি মানুষ অথচ হৃদরোগ বিশেষজ্ঞের সংখ্যা মাত্র ৯শ। মানে ২৫ হাজার মানুষের জন্য বিশেষজ্ঞ ডাক্তার মাত্র একজন, সব মিলিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা বাংলাদেশে মাত্র তিন হাজার। চাপ বেশি থাকায় বিশেষজ্ঞ ডাক্তারদের প্রতিদিন দ্বিগুন রোগী দেখতে হয়। এতে যথাযত সেবা না পেয়ে ক্ষোব্দ হন রোগীর স্বজনেরা।

অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস বাংলাদেশ এর মহাসচিব অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বলেন, আমাদের জনগণের সংখ্যা বেশি এবং আমরা সেই চাপ সামলাতে হয়তবা পুরোপুরি পারছি না। আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, তবে তার পরেও আমি মনে করি দিন-দিন এ অবস্থার উন্নতি হচ্ছে।

এমবিবিএস পাস করার পর উচ্চতর ডিগ্রী লাভ করেই বিশেষায়িত বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার হতে হয়। এক্ষেত্রে আস্থার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু তাতেও বৃদ্ধি পাচ্ছে না বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা।

অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস বাংলাদেশ এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক বলেন, আমাদের জেনারেল ফিজিশিয়ান যারা, এমবিবিএস পাস করা গ্রেজুয়েট ডাক্তার তাদেরকেও আমাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসার কিছু অংশ যেন তারা দিতে পারে। তার ও একটা ব্যবস্থা করা সম্ভব।

বিশেষজ্ঞ ডাক্তার বৃদ্ধি এবং চিকিৎসা বিদ্যায় গবেষণার মান বৃদ্ধি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস বাংলাদেশ।

ডা. সৈয়দ আতিকুল হক আরো বলেন, নতুন নতুন আবিষ্কার, জ্ঞান ও তথ্য এগুলো বিনিময়ের একটি প্লাট-ফ্রম হচ্ছে এই অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস বাংলাদেশ। রোগী বা সমাজের সাথে আন্তক্রিয়াটা কেমন হবে, এটাও কিন্তু একটা গতিশীল বিষয়। সেই গতির সাথে আমাদের ফিজিশিয়ানদেরকে পরিচিত রাখা এটাও অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস বাংলাদেশ একটা দ্বায়িত্ব।

অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের মেডিকেল টেকনোলজি বা প্রযুক্তি কোথায় কি আছে, সেগুলো আমরা বিদেশি অতিথীদের মাধ্যমে জানতে পারছি এবং এইভাবে আমাদের জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে আমরা নিজেদের জ্ঞানকে প্রসারিত করছি।

বিশেষজ্ঞ ডাক্তারদের অরাজনৈতিক সংগঠনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্টপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

সূত্র: যমুনা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়