শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদের এ প্লাস পাওয়ার অশুভ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

জুয়াইরিয়া ফৌজিয়া : শিক্ষাকে ব্যবসায়িক পণ্যে পরিণত না করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এবং পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়ার অশুভ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

বৃহস্পতিবার দু’টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেওয়া ভাষণে তিনি সবার প্রতি এই আহ্বান জানান।

তিনি আরও বলেন, অভিভাবকরা সন্তানদের ‘এ প্লাস’ পাওয়াতে নকল থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কাজেও যুক্ত হচ্ছেন। এই অনৈতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে।

‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সায়েন্সেস’ এর তৃতীয় সমাবর্তনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এসময় ৮ হাজার ৮’শ ৩৭ জন গ্র্যাজুয়েটের মধ্যে সেরাদের হাতে সনদ তুলে দিয়ে রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা সমাজ, দেশ ও জাতির কোন উপকারে আসে না।

বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর অষ্টম সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি। এসময় তিনি বলেন, বেসরকারি খাতে উচ্চশিক্ষার উদ্দেশ্য অর্জিত । মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করতে চাইলে শিক্ষাখাত বাদ দেওয়া উচিত।

কিছুদিন আগে উগ্রবাদীদের হাতে আক্রান্ত অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে সমাবর্তন বক্তা হিসেবে দেখে নিজের স্বস্তির কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি এবং তিনি বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য। বিদ্বেষ, বিভেদ কিংবা অকল্যাণের জন্য নয়।

সূত্র : চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়