শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানা প্লাজা ট্রাজেডির পর চ্যালেঞ্জকে সুযোগে রুপান্তর হয়েছে : ড. আতিউর

জাফর আহমদ: রানা প্লাজা ট্র্যাজেডির পর চ্যালেঞ্জগুলোকে সুযোগে রুপান্তর করা সম্ভব হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। তিনি বলেন, বস্ত্র ও চামড়া রপ্তানী খাতের উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংক থেকে কম খরচের ও মধ্যমেয়াদী সবুজ তহবিল সংগ্রহ করতে পারে। এই তহবিল খরচ করে কারখানাগুলোর সবুজায়ন করতে পারে। আর এ পথে হাঁটলে একদিন বাংলাদেশ সবুজ বস্ত্র উৎপাদনকারী দেশের ব্র্যান্ড নাম হিসেবে বিশ্বের ভোক্তাদের কাছে পরিচিতি লাভ করবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নিওস্টার ইনোভেশন আয়োজিত সবুজ উন্নয়ন বিষযক এক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এসব কথা বলেন। বাংলাদেশের ড্যানিশ রাষ্ট্রদূত মি. মাইকের হেমনিতি উইন্থার এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিজিএমইএ-র সিনিয়র ভাইস- প্রেসিডেন্টে ফারুক হাসান ও ¯্রডোর সদস্য সিদ্দিক জোবায়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আতিউর রহমান বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা খুবই উদ্ভাবনীমুলক। রানা প্লাজা ট্র্যাজেডির পর যে ভাবে চ্যালেঞ্জগুলোকে তারা সুযোগে রূপান্তর করতে সক্ষম হয়েছে তা এক কথায় বিস্ময়কর। তিনি সবুজায়নের পথের বাঁধাগুলো দূর করে নানামুখী প্রণোদনা দেবার জন্যে নীতি নির্ধারকদের কাছে আহ্বান জানান। বাজারের অদৃশ্য হাত থাকতে পারে, কিন্তু তার হৃদয় নেই। তাই আমাদের সবুজ পণ্যের ভালো দাম পেতে হলে বিদেশী ক্রেতাদের সাথে উপযুক্ত নেগোসিয়েশনের দক্ষতা বৃদ্ধিতে তিনি পরামর্শ দেন।

প্রধান অতিথি ড্যানিশ রাষ্ট্রদূত বাংলাদেশের বিস্ময়কর রূপান্তরের প্রশংসা করেন এবং বিশ্ব বস্ত্র রপ্তানী বাজারে তার চলমান প্রাধান্য বজায় রাখার জন্যেই প্রতিযোগী মূল্যেই পণ্য বিক্রি করতে হবে। সে জন্যে সকল নিয়মকানুন মেনেই যেন উদ্যোক্তারা উৎপাদন করেন সে দিকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়