শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এগুলোর জবাব দেওয়ার রুচি আমার নেই

শাহানুজ্জামান টিটু : বিএনপির মির্জা ফখরুল ইসলাম সারাক্ষণ মিথ্যা কথা বলেন। মিথ্যা বলতে বলতে তার গলা ব্যথা হয়ে গেছে। এত মিথ্যা কথা তিনি কীভাবে বলেন ভেবে পাই না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে রুচিতে বাঁধে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওনি সব সময় আমার বিরুদ্ধে এই ধরণের কথা বলেন। এগুলো হচ্ছে সব মিথ্যাচার। এগুলোর কোনো প্রতিক্রিয়া বা জবাব দেওয়ার রুচি আমার নেই। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি এমন্তব্য করেন।

প্রধানমন্ত্রী মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে বলেন, মিথ্যা বলারও একটা সীমা আছে। এত মিথ্যা বললে আল্লাহও নারাজ হয়। তিনি তো বিমান প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু বিমানের কী উন্নয়ন করেছিলেন, বলেন। আমরা ক্ষমতায় এসে দেখলাম বিমান চলে না। সব টাকা পয়সা লুটপাট করে নেওয়া হয়েছে, বিমানকে ধ্বংস করে রেখে গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০১ সালে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি জোট সরকারের বেসামরিক বিমান চলাচল ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়