শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের কোট পরিয়ে সপ্তাহব্যাপী মুজিব উৎসব শুরু

এম এ আহাদ শাহীন: বঙ্গবন্ধুর প্রতি শিশুদের শ্রদ্ধা ও মনোযোগ বাড়াতে শিশু শিক্ষার্থীদের গায়ে মুজিব কোট পরিয়ে দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার আজিমপুর সরকারি কলোনী ঈদগাহ মাঠে আয়োজিত সাত দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব-২০১৮ এ মেয়র নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের গায়ে এ মুজিব কোট পরিয়ে দেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ভিন্নভাবে পালন করেছি। আমরা এ জন্য স্বচ্ছ ঢাকা কর্মসূচি পালন করেছি। আমরা এর মাধ্যমে সফল হচ্ছি।

মেয়র সাঈদ খোকন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সপ্তাহে অন্তত একদিন নিজ হাতে বাসা-বাড়ি পরিষ্কার করি। কাজের বুয়ার বাইরে বাবা-মাকেও অন্তত নিজ হাতে একদিন বাসা-বাড়ি পরিষ্কারের শপথ করাই। এভাবেই আমাদের শহর পরিষ্কার হয়ে যাবে।

মেয়র বলেন, গত বছর চিকুনগুনিয়া আক্রমণের পর আমরা সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়েছি। ঘোষণা দিয়েছি এক সপ্তাহের মধ্যে এ রোগ নিয়ন্ত্রণ করা হবে। আল্লাহর ইচ্ছায় ও আমাদের প্রচেষ্টায় ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এনেছি।

আমরা এবার যদি একটু সর্তক থাকি তাহলে এবছরও চিকুনগুনিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

মেয়র হিসেবে আমি নাগরিকদের অসুস্থ দেখতে চাই না। তোমরা মেয়রকে গালি দিতে পারো, ধমক দিতে পারো, কোনও সমস্যা নেই। মেয়র তো নাগরিকদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কিন্তু একজন অসচেতন নাগরিকের জন্য অন্য নাগরিক অসুস্থ থাকবে তা হতে দেওয়া হবে না।

দেশ এবং দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ও মহত্ব তরুণদের মাঝে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন সাত দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবের আয়োজক হাসিবুর রহমান মানিক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ওয়াসা চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়