শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফিসের সেঞ্চুরিতে জিতল অগ্রণী ব্যাংক

স্পোর্টস ডেস্ক: ডিপিএলে আজ রেলিগেশন লিগের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ছয় উইকেটে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটিতে ১০৩ রান করে অপরাজিত থাকেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলা মোহাম্মদ আশরাফুল। আর অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে ১০৯ রান করেন অধিনায়ক শাহরিয়ার নাফিস।

বৃহস্পতিবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে কলাবাগান ক্রীড়া চক্র। দলের পক্ষে ১০৩ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ আশরাফুল। ৮২ রান করেন তাইবুর রহমান। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে শফিউল ইসলাম ১টি, আল-আমিন হোসেন ১টি, আব্দুর রাজ্জাক ১টি ও সৌম্য সরকার ২টি করে উইকেট নেন।

পরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ১০৯ রান করেন শাহরিয়ার নাফিস। ৮৩ রান করেন সালমান হোসেন। কলাবাগান ক্রীড়া চক্রের পক্ষে নাহিদ হাসান ২টি ও মোহাম্মদ আশরাফুল ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাহরিয়ার নাফিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়