শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় রেলে নতুন করে ২০ হাজার শূণ্যপদের ঘোষণা

রাশিদ রিয়াজ : ভারতের রেলে লোকবল নিয়োগের খবর ছড়িয়ে পড়ায় দেশটিতে এক কোটির বেশি মানুষ আবেদন জানিয়েছে। ফের  বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল ৷ দেশটিতে সব থেকে বড় কর্মসংস্থান আসে রেল থেকেই। আর সেই ভারতীয় রেলেই নতুন করে ২০ হাজার শূণ্যপদের কথা ঘোষণা করেছে। আগেই ৯০ হাজার শূন্যপদের কথা জানানো হয়েছিল। আরও ২০,০০০ শূন্যপদের জেরে মোট ১ লাখ ১০ হাজার লোকের কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে রেলের তরফে্।

বিপুল সংখ্যক পদে এখনও নিয়োগ না হওয়ায় রেলের বিভিন্ন কাজে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল ৷ সেই সমস্ত দিকে নজর রেখেই এমন প্রস্তাব ৷ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের মতে প্রার্থী বাছাইয়ের প্রতিটি স্তরে কমিয়ে আনা হোক সময় ৷ নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হওয়া থেকে কাজে যোগ দেওয়ার মধ্যে সময়সীমা যেন সর্বাধিক ৯ মাস রাখা হয় ৷

জানানো হয়েছে, এই ২০ হাজার শূন্যপদের মধ্যে ২০ হাজার শূন্যপদের মধ্যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে ৯ হাজার শূন্যপদে লোক নেওয়া হবে। পাশাপাশি রেলের এল-ওয়ান ও এল- টু ক্যাটাগরিতে ১০ হাজার কর্মী নিয়োগ করা হবে ৷

ভারতীয় রেল বিশ্বে চতুর্থ সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক ৷ প্রতিদিন প্রায় ১৯,০০০ ট্রেন যাতায়াত করে ৷ একের পর এক রেল দুর্ঘটনার জেরে প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷ রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫০ জনের ৷ যাত্রী নিরাপত্তায় জোর দেওয়ার কথা মাথায় রেখেই নিয়োগের সিদ্ধান্ত রেলের ৷নিউজ এইট্টিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়