শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অবতরণের সময় ফাটলো ইন্ডিগো বিমানের টায়ার

সাঈদা মুনীর: ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরনের সময় ফেটে গেল বিমানের টায়ার। ফলে বুধবার রাতে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বিমানটিতে ৭০র জনেরও বেশী যাত্রী ছিল। অল্পের জন্য রক্ষা পেলেন তারা।

দক্ষিনের তিরুপতি বিমানবন্দর থেকে গতকাল যাত্রা শুরু করে ইন্ডিগোর ৬ই-৭১১৭ বিমানটি। স্থানীয় সময় রাত দশটা পচিঁশ মিনিটে বিমানটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের সময় টায়ার ফেটে যায়। সে সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অাগুনের ফুলকি দেখা গেছে বলে জানিয়েছেন বিমানের যাত্রীরা।

এক বিবৃতিতে ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, ৭২ জন যাত্রী, এক শিশু ও বিমানের চার কর্মীসহ মোট ৭৭ জন সবাই নিরাপদে রয়েছেন। সংস্থার ৬ই-৭১১৭ বিমানটি অবতরণের পর সমস্ত যাত্রী ও ক্রুদের নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে।

বিমানে আগুন লেগে যাতে বড় কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক ছিলেন বিমানবন্দরের দমকলকর্মীরা। যাত্রীদের শান্ত হয়ে বসে থাকার পরামর্শ দেন পাইলট। সংকটজনক পরিস্থিতি তৈরি হয়নি বলেও পাইলট আশ্বস্ত করেন যাত্রীদের।সূত্র: ইন্ডিয়া নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়