শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে স্মিথ-ওয়ার্নারের বিকল্প হিসেবে মাঠে নামবেন যারা

[caption id="attachment_500115" align="alignleft" width="670"] হয়দারাবাদের ওয়ার্নার এবং রাজস্থানের স্মিথ দুজনই নিষিদ্ধ থাকার ফলে খেলতে পারবেন না এবারের আইপিএল।[/caption]

আক্তারুজ্জামান : ঘটনাবহুল কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন স্টিভের স্মিথ ও ডেভিড ওয়ার্নার। যার ফলে খেলতে পারবেন না আইপিএলের ১১তম আসরে। গতকাল আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা তাদের আইপিএল নিষেধাজ্ঞার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

দলের বড় ভার বাহক তো বটেই এমনকি এ দুজন ছিলেন আইপিএলে নিজ নিজ দলের অধিনায়কও। রাজস্থান রয়েলসে ছিলেন স্টিভেন স্মিথ এবং সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে মাঠ মাতানো ডেভিড ওয়ার্নার। এবার এ দুজনকে দেখা যাবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আইপিএলে চরম জনপ্রিয় এ দুজন অজি ক্রিকেটার না খেললে তাদের স্থলাভিষিক্ত হবেন কোন ক্রিকেটাররা?

এ দুজন ক্রিকেটারের পরিবর্তে দু’দল যাদেরকে দলে ভেড়াতে পারে এমন একটি তালিকা দেখিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের তালিকাতে স্থান পেয়েছে আইপিএলে দল না পাওয়া কিছু জনপ্রিয় ক্রিকেটার।

২০১৬ আসরের চ্যাম্পিয়ন হায়দারাবাদ দলের অন্যতম প্রধান সদস্য ও দলনায়ক ডেভিড ওয়ার্নার। আর দুই বছর পর আবারও আইপিএলে ফিরে দলের ভার স্মিথের ওপর দিয়েছিল রাজস্থান। তবে তাকে মাঠে দেখা যাবে না। এই দুই তারকা না খেলায় দল দুটির সামনে কিছু ক্রিকেটারের তালিকা রয়েছে যা থেকে তারা এই দুজনের স্থলাভিষিক্ত করতে পারে।

* লুক রনচি (নিউজিল্যান্ড): সদ্য শেষ হওয়া পিএসএলের তৃতীয় আসরে মাঠ মাতানো খেলা করে দল ইসলামাবাদকে দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পাইয়েছেন লুক রনচি। ১৮২ স্ট্রাইক রেটে ৫টি অর্ধশতকে মোট ৪৩৫ রান করে শীর্ষে ছিলেন ৩৭ বছরের এ ওপেনার। হায়দারাবাদ তাদের ওপেনিংয়ের জন্য এবং রাজস্থান ব্যাটসম্যানের অভাব কাটাতে তার দিকে নজর দিতেই পারে।

* হাশিম আমলা (দক্ষিন আফ্রিকা): গত আইপিএলে ১০ ম্যাচে ১৪৫.৮৩ স্ট্রাইক রেটে ৪২০ রান সংগ্রহ করেছিলেন হাশিম আমলা। তবে এবারের আইপিএলে তিনি দলই পাননি। কিন্তু ওয়ার্নার ও স্মিথ দুই দলে না থাকায় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকান এ ওপেনারের দিকেও নজর দিতে পারেন দু’দলের ফ্র্যাঞ্চাইজিরা।

* মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান): কিছুদিন আগেই ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে হটিয়ে ২০১৯ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। আর এই দলের হয়ে ব্যাটিং লাইনের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ শেহজাদ। দু’দলের যে কেউই তাই তার কথাও বিবেচনায় আনতে পারে।

* জো রুট (ইংল্যান্ড):  ক্রিকেটে খুব হার্ড হিটার ব্যাটসম্যান নন জো রুট। তবে দলের হাল ধরার জন্য বেশ পরিচিতি আছে তার। প্রথমবারের মতো আইপিএলে তাকে দুদলের যে কোন এক দলে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবেনা।

এছাড়াও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শন মার্শ, ইংলিশ হার্ড হিটার অ্যালেক্স হেলস, নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি, কিংবা ট্রেভিস হেডকেও বিবেচনায় রাখতে পারে ফ্র্যাঞ্চাইজি দুইটি। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়