শিরোনাম

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র চাপ

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি এবার নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আনতে চাচ্ছে। এজন্য সংস্থাটির অন্যান্য দেশগুলোকেও প্ররোচিত করার চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের পরমাণু চুক্তি এবং ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হস্তক্ষেপের কারণে এ নতুন নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্লা ভারী হবে। বিশেষ করে ২০১৫ সালের ইরানের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বের হয়ে আসতে চাওয়াকে আরো সহজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বুধবার ইরানের বিরুদ্ধে নতুন করে তিন দেশের এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে। এপ্রিল মাসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে ইইউ এর এক কূটনীতিক জানিয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়