শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর সাতটি ইউনিয়ন পরিষদে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

নিনা আফরীণ,পটুয়াখালী: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার পটুয়াখালীর সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলার কলাপাড়া উপজেলায় ৫টি এবং দুমকি উপজেলায় ২টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এতদিন এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ ৭টি ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ৭৫ হাজার ২শ’ ১৩ ভোট। এর মধ্যে কলাপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ৫২ হাজার ৩৭ ভোট এবং দুমকি উপজেলার ২টি ইউনিয়নে ১৩ হাজার ১শ’ ৭৬ ভোট।

এদিকে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন এবং তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুমকি উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ওই কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভীড়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষণীয় ছিল। এসব ভোটাররা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন গোলোযোগের খবর পাওয়া য়ায়নি।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রয়েছে র‌্যাব, কোষ্টগার্ড ও পুলিশ বাহিনীর ভ্রাম্যমাণ টিম। উল্লেখ্য প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নিজ জেলা পটুয়াখালী এবং দুমকী উপজেলায় শশুরবাড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়