শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৫:২৫ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরের দল ঘোষণা নিয়ে ঝামেলায় উইন্ডিজ বোর্ড

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ নয় বছর পর করাচির মাটিতে দ্বিপাক্ষিক সিরিজরে আয়োজনের চেষ্টা সফল হতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ইতিমধ্যে দল ঘোষণা করেছে পিসিবি। তবে দল ঘোষণা নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলের অনেক সিনিয়র ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে রাজি হচ্ছেন না। যার ফলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে ক্যারিবীয় দলে।

গত বুধবার তাদের দল ঘোষণা করার কথা ছিল। কিন্তু স্কোয়াড চূড়ান্ত করতে না পারায় দল ঘোষণা পিছিয়ে দিয়েছে তারা। বোর্ডের উর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে দল গোছানো কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য।

আবার এরই মধ্যে অধিনায়ক জেসন হোল্ডার সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। পাশাপাশি দলের সঙ্গে থাকবেন না একাধিক সিনিয়র ক্রিকেটারও। এক প্রতিবেদন অনুযায়ী, পাঁচ ক্রিকেটারের অভিষেক হতে পারে এ সিরিজে। দলের সঙ্গে থাকতে পারেন আন্দ্রে ফ্লেচার, চাডরিক ওয়ালটন ও স্যামুয়েল বদ্রি।

২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর হামলার পর করাচিতে একটি ম্যাচও হয়নি। কিছুদিন আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পিএসএলের ম্যাচ হয়েছে করাচিতে। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছে পিসিবি। এবারের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির বাইরে প্রত্যেককে ২৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে পিসিবি থেকে।

আগামী এপ্রিলের ১, ২ ও ৩ তারিখে করাচিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে তারা দলও ঘোষণা করেছে।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: আহমেদ শেহজাদ, ফখহার জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ, হোসেন তালাত, ফাহীম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান শিনওয়ারি ও শাহিন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়