শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাঙ্কিংয়ে পেছালো আর্জেন্টিনা, হেরেও শীর্ষে জার্মানি

স্পোর্টস ডেস্ক : দুদিন আগেই প্রীতি ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলের কাছে হেরেছে জার্মানি। তবে এই হারে র‌্যাঙ্কিংয়ে কোন হেরফের হয়নি জার্মানির। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে স্পেনের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হারের পর এক ধাপ পিছিয়েছে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা।

বার্লিনে মঙ্গলবার রাতে গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে জার্মানিকে হারায় ব্রাজিল। এই জয়েও জার্মানিকে টপকাতে পারছে না তিতের দল। আগের মতো দ্বিতীয় স্থানে থাকবে ব্রাজিল। আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।

সৌদি আরবকে ৪-০ গোলে হারানো বেলজিয়াম দুই ধাপ এগিয়ে তিনে উঠবে। গত সোমবার নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারা পর্তুগাল এক ধাপ পিছিয়ে চারে নামবে। মঙ্গলবার স্পেনের কাছে ৬-১ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনা নেমে যাবে পাঁচে। ২০১৪ সালের পর এই প্রথম শীর্ষ চারের বাইরে চলে যাবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিপক্ষে বিশাল জয়ের পরও এক ধাপ পিছিয়ে আটে নেমে যাবে স্পেন। পোল্যান্ড ছয় থেকে নেমে যাবে দশে। ছয় ও সাতে থাকবে যথাক্রমে সুইজারল্যান্ড ও ফ্রান্স। দুই দলই দুই ধাপ করে এগোবে। এক ধাপ এগিয়ে নয়ে উঠবে চিলি।

বড় অবনমন হচ্ছে ইতালির। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালি ছয় ধাপ পিছিয়ে ২০তম স্থানে নেমে যাবে। আগামী জুনে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া তাদের ইতিহাসের সর্বনিম্ন ৬৬তম স্থানে নেমে যাবে।

নতুন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০
১. জার্মানি,    ২. ব্রাজিল
৩. বেলজিয়াম,    ৪. পর্তুগাল
৫. আর্জেন্টিনা,     ৬. সুইজারল্যান্ড
৭. ফ্রান্স,      ৮. স্পেন
৯. চিলি,   ১০. পোল্যান্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়