শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় বার্ষিক চুক্তি সম্পাদন কর্মশালায় মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা জনগণের খাদেম। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, বঙ্গবন্ধুর এ মহান উক্তিকে সামনে রেখে কাজ করতে হবে। মনে রাখতে হবে মানুষকে সেবা করা রাষ্ট্রের দায়িত্ব।

বুধবার সকাল ১০টায় উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত বার্ষিক সম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তাদের তিনি আরো বলেন, যে যার অবস্থান থেকে মানুষকে সেবা করতে হবে। যাতে মানুষ সরকারি সেবা পেয়ে খুশি হতে পারে। এটা হচ্ছে উন্নয়নশীল দেশের একটি বৈশিষ্ট্য।

তিনি বলেন, এখানে মাতৃমৃত্যু থাকবেনা, শিশু মৃত্যু থাকবেনা, হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হবে। যাতে কোন রোগী চিকিৎসা না পেয়ে ফিরে না যায়।

তিনি দেশের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও সরকারি হাসপাতালে কথা উল্লেখ করে বলেন, ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখা যায়, রোগীরা সিট না পেয়ে ফ্লোরে আশ্রয় নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছে না। কেননা এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, সেজন্য গরীব রোগীরা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে আশ্রয় নিচ্ছে।

তিনি বলেন, উন্নয়শীল অর্থাৎ ফাস্ট ওয়াল্ড কান্ট্রিতে যাওয়ার জন্য প্রতিটি সরকারি দপ্তরে প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জেলা থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত এ সেবা অব্যাহত রাখতে হবে। ডাক্তারের অবহেলায় যদি কোন রোগীর অবস্থা খারাপ হয়, তার জন্য ওই চিকিৎসককে দায়ভার বহন করতে হবে। এটা জনগণের দেশ। জনগণের জন্য সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে।

তিনি মোটামুটিভাবে উল্লেখ করে আরো বলেন, মানুষ যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সরকারি কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে।

প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন (সমন্বয়ক ও সংস্কার) মন্ত্রী পরিষদ বিভাগ এমএ জিয়াউল আলম, অতিরিক্ত সচিব (সংস্কার) মন্ত্রী পরিষদ বিভাগ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) একরামূল ছিদ্দিক। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়