শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৩:৫৪ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সওয়ারি উদ্ভট উটের পিঠে

কাকন রেজা : দেশে ইদানিং এক উদ্ভট ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন খ্যাত-অখ্যাত কিংবা ‘খোঁজ নাই’ ধরণের সংস্থা বা সংগঠনের জরিপ, খ্যাত-অখ্যাত এবং ‘নাই’ মাধ্যমে রবরাত দিয়ে ‘বিষোদগার’ ও ‘আনন্দোগারে’ র এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা ক্রমেই ধাবিত হচ্ছে বিকারগ্রস্ততার দিকে। আর এই বিকারের লক্ষণ প্রকাশ পাচ্ছে গণমাধ্যম গুলোর যেকোন সূত্রের জরিপ এবং ‘গসিপ’ ঘিরে সংবাদ প্রকাশে। ‘নিউজ উইদ আউট ভিউজে’ র ব্যাপারটি গত দেড় যুগে গুলে খেয়েছে বাংলাদেশের বেশির ভাগ গণমাধ্যম। এখন সংবাদের সত্যতা নিরূপনে ‘চেক-ক্রসচেকে’ র বিষয়টি ও ভুলতে বসেছে তারা। সম্প্রতি প্রকাশিত এমন ধরণের বেশ কয়েক টি খবরের সত্যতা নিরূপনে রীতিমত হিমশিম খেতে হয়েছে, কয়েকটি দায়িত্বশীলগণ মাধ্যমের দায়িত্ব বানদের। দু’একজন এ নিয়ে লিখে উষ্মাও প্রকাশ করেছেন। কিন্তু লাভ কী, এখন সঠিক লেখা এবং বলার পর পাঠক ও শ্রোতা কোথায়? যাদের তরে লেখা কিংবা বলা তারাতো ‘স্বেচ্ছা অন্ধ’ আর ‘ইচ্ছা কালা’ র ভূমিকায় অভিনয়ে নেমেছেন। কেউ প্রাসাদ নাটকে, কেউ পথ নাটকে। দেশের প্রেক্ষাপট এখন ক্রমেই হালের ‘টিভি কমেডি ড্রামা’ র রূপ নিচ্ছে।

কী ধরনের ‘জরিপ’ আর কী ধরণের ‘খবর’ তাবোধ হয় খুব একটা বুঝিয়ে বলার দরকার নেই। কাগজের পাতা খুললেই এখন চোখে পড়ে এমন ‘আইটেম’। অবস্থা দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফানি অ্যাপস গুলির মতন। ‘আপনি ভবিষ্যতে কী হবেন, কোন গাড়ি কিনবেন, আপনার চেহারার সাথে কোন সেলিব্রেটির মিল রয়েছে, আপনার ব্যক্তিত্ব কোন পর্যায়ের’- এমন সব ‘ফানি অ্যাপস’ ভরা সাইটের অভাব নেই ভার্চ্যুয়াল জগতে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে এসব অ্যাপসের মাধ্যমে ফান প্রসূত ফলাফল ও অনেকে শেয়ার করছেন। এক জনকে দেখলাম,‘কোন পশুর সাথে আপনার চরিত্রের মিল আছে’ এমন ধরণের একটি অ্যাপসের ফলাফল শেয়ার দিতে। মনে হলো, মাঝে-মধ্যে যে বলি, ‘মানুষ পশু ওতো বটে’, কথা টি শুধু ত্রিকথার কথা নয়।

যাই হোক, গণমাধ্যমের কথায় আসি। ক’দিন পর দেখা যাবে এসব অ্যাপস নির্ভর ফানি ফলা ফলই সংবাদের সূত্র হয়ে দাঁড়াবে। লেখা হবে, ‘সদ্য রাজনীতিতে আসা চাঁপাবাজ কুদ্দুছ ভবিষ্যতে মানসিক ভারসাম্যহীন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তার এই মন্ত্রীত্বের সম্ভাব না রখার টি নিশ্চিত করেছে আউলা-বাউলা নামক একটি অ্যাপস নির্ভর সাইট।’ এটার ম্যতার ব্যাপার নয়, বর্তমান ট্রেন্ড এমন টাই জানান দিচ্ছে। এই ট্রেন্ডে ‘মাইনকা চিপায়’ পড়েছে প্রতিষ্ঠিত সংগঠন, প্রতিষ্ঠান এবং গণমাধ্যম। অখ্যাত বা ‘খোঁজ নাই’ ধরণের সংস্থা, ভূঁইফোড় প্রতিষ্ঠান আর মাধ্যমকে সূত্র হিসাবে উল্লেখ করে খ্যাতদের সাথে ঘুটিয়ে ফেলা হচ্ছে। স্বয়ং জাতিসংঘের একটি ঘোষণার কী অবস্থা দাঁড়ালো!জরি পভিত্তিক বিবিসি’ র একটি খবর ও গুরুত্ব হারালো সাম্প্রতিক ট্রেন্ডে। অবস্থা এখন সেই ‘ফানি অ্যাপস’ গুলোর ‘ফানি’ ফলাফলের মতন। ‘খ্যাত’ আর ‘অখ্যাতে’র পার্থক্য ঘুচে গেছে, একেবারে নিরপেক্ষ অবস্থা। আর এমন অবস্থায় এখন সবই ‘ফানি’।

এই অসুস্থ প্রতিযোগিতার সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে সিরিয়াস কোন ও ব্যাপারকেও আমরা ফানি হিসাবে ধরে নেবো। অনেকটা রাখাল আর বাঘের গল্পের মতন। বাঘ আসবে বলে বারবার ফান করায় বিশ্বাস হারালো রাখাল। যখন সত্যি কার বাঘ এলো তখন সবাই ফান মনে করলো। আর রাখাল গেলো বাঘের পেটে। সুতরাং বাঘের পেটে যাবার আগেই আমাদের সাবধান হতে হবে। ‘সাধু সাবধান’ টাইপ সাবধান নয়, সত্যিকার অর্থেই সাবধান।
লেখক : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়