শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৯:০৭ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশা মারতে ‘কামান’ নিয়ে নেমেছে সিলেট সিটি

ডেস্ক রিপোর্ট : মশার যন্ত্রণায় ত্যক্ত-বিরক্ত নগরবাসীকে স্বস্তি দিতে অবশেষে অ্যাকশন শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে মশা নিধন কার্যক্রম শুরু করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ফগার মেশিন দিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার থেকে শুরু হওয়া কার্যক্রম চৌহাট্টা ও জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। ছড়া, খাল, ড্রেন ও নর্দমায় মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র আরিফ। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে এতদিন ছড়া, খাল, ড্রেন পরিষ্কার করা হয়েছে। যার কারণে নগরবাসী এতদিন মশার জালায় অতিষ্ঠ ছিলেন। এখন ছড়া, খাল, ড্রেন পরিষ্কার করে মশা নিধন অভিযান শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নর্দমায় ওষুধ ছিটানোর ফলে মশার বিস্তার হ্রাস পাবে। মেয়র বলেন, নগরীর ২৭টি ওয়ার্ডে মশা নিধনের কার্যক্রম চলবে। নগরবাসীর উদ্দেশে সিসিক মেয়র বলেন, বিভিন্ন এলাকার পুকুর, ডোবা, নালা-নর্দমার কচুরিপানা ও ময়লা পরিষ্কার না করায় সেগুলো মশা উৎপাদনের খামারে পরিণত হয়েছে। মশা নিধনের দায়িত্ব সিটি করপোরেশনের, তবে এক্ষেত্রে নগরবাসীকেও সচেতন হতে হবে। নিজের বাসার চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নগরবাসীর। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, প্রতিদিন ৩টি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম চলবে। আগামী ৯ দিনের মধ্যে এ কার্যক্রম শেষ হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়