শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার কিছু গোয়েন্দা যুক্তরাষ্ট্রের ধরাছোঁয়ার বাইরে

নূর মাজিদ: মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ গোয়েন্দাদের কার্যক্রম নিয়ে মুখ খুলেছেন এফবিআই কর্মকর্তারা। দূতাবাসগুলো রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করলেও যে কিছু রুশ গোয়েন্দা যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে এই বিষয়ে প্রায় নিঃসন্দেহ তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু উচ্চ পদস্থ এফবিআই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশী চরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দায়িত্ব এফবিআই এর হাতে এবং সিআইএ যুক্তরাষ্ট্রের বাহিরে এই দায়িত্ব পালন করে থাকে। সাম্প্রতিক সময়ে, ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করার পর গণমাধ্যমের কাছে এই প্রথম রুশ চরদের বিষয়ে মুখ খুললেন এফবিআই গোয়েন্দারা।

তারা জানান, ইতোপূর্বে রাশিয়ানরা শুধুমাত্র তাদের দুতাবাসগুলিকেই গোয়েন্দা কার্যক্রমে ব্যবহার করে আসত। তবে শুরু থেকেই তারা যুক্তরাষ্ট্রে প্রবাসী রুশ নাগরিক, স্বল্প মেয়াদি পর্যটক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছদ্মবেশে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রেসিডেন্ট পুতিন ক্ষমতায় আসার পর রুশ গোয়েন্দাদের কার্যক্রম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেই জানান এফবিআই’এর এক উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি বলেন, ‘পুতিন নিজেও একজন গোয়েন্দা ছিলেন তাই তিনি এর গুরুত্ব সবচাইতে বেশী উপলদ্ধি করতে পেরেছেন এবং এটিই স্বাভাবিক। ক্ষমতায় আসার পর পুতিন আরো নিত্যনতুন উপায়ে যুক্তরাষ্ট্রে রুশ গোয়েন্দা কার্যক্রম বিস্তার করেছেন।’

এসময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানান, কূটনীতিকদের বহিষ্কার করার পরেও অনেক গোপন চর যুক্তরাষ্ট্রের মাটিতে রয়ে যাবেন যাদের পরিচয় সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়