শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালন আইন চায় এফবিসিসিআই

স্বপ্না চক্রবর্তী : যৌক্তিক ও যুগোপযোগী ‘চিকিৎসা সেবা আইন’ এবং ‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা’ আইন প্রণয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দেশ ও জনগণের স্বার্থে এ আইন দু’টি সংশ্লিষ্ট সকলের জন্য সহনীয় করে চুড়ান্ত রূপ দেয়ার আহ্বান জানায় সংগঠনটির নেতারা।

বুধবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (মেডিকেল এডুকেশন এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন) এর এক সভায় এ দাবি জানান তারা। এসময় তারা জানান আইন দুইটির খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এ আইন দুইটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি এসময় বেসরকারি খাতের পক্ষ থেকে সুপারিশ চুড়ান্ত করেন। বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মত ‘বিশেষ আর্থিক খাত’ গঠনের ওপরও জোর দেন। এক্ষেত্রে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির সুবিধা এবং ঋণ পরিশোধের মেয়াদ দীর্ঘ করার দাবি জানান তারা। এছাড়াও সভায় মেডিকেল কলেজ পরিচালনার ক্ষেত্রে কর অব্যাহতির অনুরোধ জানানো হয়। দেশের সকল নাগরিকের জন্য ‘স্বাস্থ্য বীমা’ চালু করার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় দেশের স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনার লক্ষ্যে কমিটির উদ্যোগে স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান অতিথি করে আগামি মে মাসে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির চেয়ারম্যান এ বি এম হারুনের সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ প্রীতি চক্রবর্তী এসময় কমিটির বর্তমান করণীয় এবং ভবিষ্যৎ কর্মসূচী সম্পর্কে আলোকপাত করেন। এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালক হাফেজ হারুন আলোচনায় অংশ নেন। সভায় কুমুদিনি উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডেল্টা হাসপাতাল লিমিটেড, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, জাহান আরা ক্লিনিক লিমিটেড ও হেলথ্ সিটিসহ বিভিন্ন মেডিকেল চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়