শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ১২:১৯ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যানক্রফটের বান্ধবী নোংরা আক্রমণের শিকার

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে এখন চরম লজ্জার নাম অস্ট্রেলিয়া। আর ক্রিকেট অস্ট্রেলিয়াকে কেপটাউন টেস্টে বল বিকৃতি করে কলঙ্কিত করেছে ব্যানক্রফট। যার কারণে তিনি এখন ক্রিকেট ভক্তদের কাছে সমালোচনার পাত্র। তার এই কেলেঙ্কারিতে এবার ভুগতে হচ্ছে তার বান্ধবী কাইতলিন প্যারিসকে। ইন্টারনেট জগতে এখন নানা ভাবে নোংরা মন্তব্যর শিকার হচ্ছেন তিনি।

গত বছর নভেম্বরে কাইতলিন তার ইনস্টাগ্রামে ব্যানক্রফটের একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে,জাতীয় দলের ক্যাপ মাথায় ছিল ব্যানক্রফটের। ছবিটির ক্যাপশনে কাইতলিন লিখেছিলেন, তোমার হাত ধরতে পেরে আমি অনেক গর্বিত।

কিন্তু বল বিকৃতির ঘটনার পরে সেই পোস্টকে ঘিরে চলছে নানা সমালোচনা। নানা রকম ভাবে নোংরা মন্তব্য করছে ক্রিকেট ভক্তরা।

ছবিতে একজন কমেন্ট করেছেন,‘একটি বিরক্তিকর ছবি। এই ছবি মুছে ফেলা হোক। একজন প্রতারক যে দেশের ক্রিকেটকে অসম্মান করছে।’

পাশাপাশি আরেকজন লিখেছেন,‘অস্ট্রেলিয়ার ক্রিকেট মারা গেছে। একজন প্রতারকের বান্ধবী হিসেবে কেমন লাগছে? আবার আরেকজন আক্রমণাত্মক ভাবে লিখেছেন, তোমার প্রেমিক দেশকে অপদস্থ করেছে, সে একজন প্রতারক।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ফিল্ডার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিওচিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এরপরেই সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্কের। পরে দিনশেষে বল টেম্পারিংয়ের অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন তারা।

আইসিসি এই ঘটনায় স্মিথকে একটি টেস্ট থেকে নিষিদ্ধ করে। ব্যানক্রফটকে নিষেধাজ্ঞা না দিলেও করা হয় ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এই ঘটনার জন্য নিষিদ্ধ হওয়ার মত বড় শাস্তি পেতে যাচ্ছেন অস্ট্রেলীয় ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়