শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী হলেন নব্য বাবুরাম সাপুড়ে: ববি হাজ্জাজ

এম এ আহাদ শাহীন: শিক্ষামন্ত্রী হলেন নব্য বাবুরাম সাপুড়ে যার অধীনস্তদের প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর কোন যোগ্যতাই নেই বলে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষাসহ আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর আমলে সব ধরণের পাবলিক পরীক্ষায় একই ঘটনা দেখেছি। শিক্ষার মান আর পরীক্ষা পদ্ধতি নিয়ে সমালোচনা তো রয়েছেই।

বুধবার ঢাকা মহানগরে এনডিএমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষ্যে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসাবে খিলগাঁও এলাকায় সমাবেশ অনুষ্ঠান প্রস্তুতি কমিটি আয়োজিত এক পথসভায় এইসব কথা বলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে এনডিএম এবার গণস্বাক্ষর কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, রাজপথে কঠোর কর্মসূচি দিবে উল্লেখ করে তিনি বলেন, জাসদ, ওয়ার্কাস পার্টি, জেপি(মঞ্জু), জাপাসহ সরকারের শরীক যারা রয়েছেন তাঁরা মৌমাছির মত শুধু মধু আহরণে ব্যস্ত। গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলসমূহ সরকারের ছত্রছায়ায় নিজদের বড় করে দেখাতে চাইলেও আপোষকামীতা আর চামচামির কারণে তাঁরা ইতোমধ্যে নিজদের রাজনীতির কবর রচনা করেছেন।

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এনডিএম এর ছাত্র সংগঠন গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্মরণ করিয়ে দিয়ে এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোমিনুল আমিন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন যুব আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক লায়ন নুরুজ্জামান হীরা, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক মো. ইসমাইল হোসেন, সদস্য সচিব মাসুদ রানা জুয়েল, কেন্দ্রীয় যুব নেতা মো.আব্দুল মোতালিব, মো. শাহাদাত, ছাত্র আন্দোলন মহানগর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ইয়ামিনসহ খিলগাঁও থানা যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীবৃন্দ।

গণসংযোগকালে স্থানীয় দোকান মালিক ও সাধারণ মানুষের মধ্যে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারপত্র বিতরণ করেন ববি হাজ্জাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়