শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে নেই আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: মহান স্বাধীনতার ৪৭ বছর পর আজও অন্যতম প্রাচীণ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ বিভাগীয় শহর বরিশালে স্থায়ী ঠিকানা খুঁজে পায়নি।

এক কক্ষের ভাড়াটে কার্যালয়েই চলছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দাপ্তরিক কাজ। ফলে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, স্বাধীনতার পর ক্ষমতার পালা বদলে আওয়ামীলীগ বহুবার ক্ষমতায় এসেছে। দীর্ঘসময় পার করেছে দলটি। বর্তমানেও টানা আটবছর ক্ষমতাসীন দলে রয়েছে আওয়ামীলীগ। এছাড়া বহু চড়াই-উৎড়াই পেরিয়ে দলটির বয়স হয়েছে ৬৮ বছর।

দলের ব্যানারে বরিশালের অসংখ্য নেতা জাতীয় সংসদের সদস্য থেকে শুরু করে হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, চীফ হুইপ, সিটি কর্পোরেশনের মেয়রসহ দলের নীতিনির্ধারক। তার পরেও ঐতিহ্যবাহী দলটির পক্ষে বরিশাল বিভাগীয় শহরে একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলা সম্ভব হয়নি।

সূত্রগুলো আরও জানিয়েছেন, বিভিন্ন সময় দলের পদ-পদবী নিয়ে নানাভাবে তার ব্যবহার করে অনেক নেতা হয়েছেন অঢেল বিত্তবৈভবের মালিক। কিন্তু যে দলের কারণে এতোসব বিত্তবৈভব সেই দলের বিভাগীয় শহরে স্থায়ী কার্যালয় নির্মানের জন্য কখনও কেউ উদ্যোগ গ্রহণ করেননি। যা গোটা বাংলাদেশের মধ্যে বিরল কোন ঘটনা বলেও মন্তব্য করেছেন দলের কর্মীরা। বরিশালে স্থায়ী কার্যালয় নির্মানে আওয়ামীলীগ ব্যর্থ হলেও এক যুগেরও অধিক সময় ধরে নিজস্ব কার্যালয় করেছে বিএনপি।

আওয়ামীলীগের বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বিষয়টি নিয়ে আলাপকালে জানা গেছে, ১৯৭১ থেকে ৭৩’, ৯৬’ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ১৪’ এবং সেই থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ টানা আটবছর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় রয়েছে। এরমধ্যে আওয়ামীলীগের বরিশালের অনেক নেতা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মেয়র হয়েছেন। অনেকে দলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং আছেন। কারো কারো রয়েছে বর্নাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস। দলীয় কর্মী-সমর্থক তথা বরিশালবাসীর জন্যও তাদের বেশ অবদান রয়েছে। কিন্তু দলের নিজস্ব কার্যালয় নিয়ে কেউই তেমন মাথা ঘামাননি।

দলের নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, স্থায়ী কার্যালয় স্থাপন নিয়ে বিভিন্ন সময় টুকিটাকি আলোচনা শোনা গেলেও জমি ক্রয়, ভবন নির্মাণ, আসবাবপত্র মিলিয়ে অনেকটা ব্যয়বহুল হওয়ায় কোন নেতাই কার্যকরী উদ্যোগ গ্রহণ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামীলীগের সিনিয়র এক নেতা বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল।

বরিশালে অনেকেই দলীয় পদবীর প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। শীর্ষ নেতারা উদ্যোগ নিলে অনেক আগেই স্থায়ী কার্যালয় নির্মিত হতো। সেইসব শীর্ষ নেতারা উদ্যোগ না নেয়ায় স্থায়ী কার্যালয় নির্মানের বিষয়টি সচরাচর আলোচনায়ও আসেনা।

আওয়ামীলীগের দুর্দিনে বরিশালের একাধিক নির্যাতিত ও ত্যাগী নেতাদের সাথে আলাপকালে তারাও অনেকটা বিস্ময় প্রকাশ করে বলেন, যুগ যুগ ধরে দলের জন্য কাজ করে অনেককে দেখেছি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।

দলীয় প্রভাবে টেন্ডারবাজিসহ বহু কার্যক্রমের মাধ্যমে অর্ধশতাধিক নেতাকে শত কোটি টাকার মালিকও হতে দেখেছি। কিন্তু স্বার্থবাদী ওইসব নেতারা দলীয় কর্মী-সমর্থকদের জন্য বরিশাল শহরে একটি নিজস্ব ঠিকানা দিতে পারেননি। তারা আরও বলেন, কেন্দ্রের দিকে তাকিয়ে না থেকে বরিশালে অনেক নেতা রয়েছেন যারা চাইলে ব্যক্তিগতভাবেই একটি নিজস্ব কার্যালয় করে দিতে পারেন।

কিন্তু সেদিকে দলের নেতৃত্বস্থানীয় কারোরই নজর নেই। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ভবিষ্যত নেতৃত্বের জন্য এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে বিভাগীয় শহর বরিশালে একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দর কাছে জোর দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়