শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন আদমশুমারীতে ‘নাগরিকত্ব’ থাকার প্রশ্নে অঙ্গরাজ্যগুলোর বিরোধিতা

সান্দ্রা নন্দিনী: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২০সালের আদমশুমারীর জরিপে, মার্কিন নাগরিক কিনা-এজাতীয় প্রশ্ন থাকার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্য। মঙ্গলবার ফেডারেল কোর্টে মার্কিন কমার্স বিভাগ ও আদমশুমারী দপ্তরের বিরুদ্ধে মামলা করে ক্যালিফোর্নিয়া।

প্রসঙ্গত, মার্কিন আদমশুমারী কার্যালয় সিদ্ধান্ত নিয়েছে শুমারীতে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত প্রশ্ন অন্তর্ভুক্ত করার। তাদের যুক্তি, ১৯৬৫ সালের ভোটাধিকার আইনের অধীনে সংখ্যালঘু অধিকার রক্ষা করতেই নাগরিকদের আসল সংখ্যা জানা জরুরি। আর তাই নাগরিকত্ব-সংক্রান্ত প্রশ্ন আদমশুমারীর প্রশ্নপত্রে থাকা অত্যন্ত সময়োপযোগী।

তবে, এর বিরোধীরা মনে করে এধরনের প্রশ্ন থাকার ফল খুব শুভ হবে না বরং এই তথ্য নানারকম জটিলতা সৃষ্টি করবে। কেননা, তারা এবিষয়ে নিশ্চিত যে এই অন্তর্ভুক্তির পেছনের উদ্দেশ্য অভিবাসীদের চিহ্নিত করা, মার্কিন কংগ্রেসে তাদের অংশগ্রহণ হ্রাস এবং স্থানীয় বিচারব্যবস্থার জন্য কেন্দ্রীয় তহবিল গঠন; যা জনসংখ্যা দ্বারা নির্ধারিত হয়।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ল্যাটিনো ইলেক্টেড এন্ড অ্যাপয়েন্টেড অফিসিয়ালস-এনএএলইও’র নির্বাহী পরিচালক আর্টুরো ভার্গাস বলেন, এটা আদমশুমারীতে অংশগ্রহণকারী ল্যাটিন ও অন্যান্যদের জন্য খুবই ভীতকর একটি পরিস্থিতি।
অন্যদিকে, নিউইয়র্কের প্রধান বিচারপতি এরিক স্কেনিডারম্যান বলেন, খুব শীঘ্রই এই সিদ্ধান্ত রুখতে এর বিরুদ্ধে করা মামলাগুলো পরিচালনা করবেন তিনি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়