শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরীপুরে মাদকসেবীর ছুঁরিকাঘাতে লাইফ সাপোর্টে এস আই আসাদ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ):
মাদকসেবী উজ্জল মিয়া (৩৫) নামে এক যুবকের ছুঁরিকাঘাতে ময়মনসিংহের গৌরীপুর থানার এস আই আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

বুধবার (২৭ মার্চ) রাত পৌনে ১২ টার দিকে গৌরীপুর শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় পুলিশের ওপর এ হামলার ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে উল্লেখিত এলাকার শমর উদ্দিনের ছেলে অটো রিক্সা চালক উজ্জল মিয়া একজন মাদকসেবী ও সন্ত্রাসী প্রকৃতির লোক।

উজ্জলের অত্যাচার ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে তার ছোট ভাই কাঞ্চন মিয়া মঙ্গলবার গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিল। অভিযোগের প্রেক্ষিতে ঘটনারদিন রাতে এস আই আসাদ উজ্জলের বাড়ী থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসীর অনুরোধে উজ্জলকে ছেড়ে দেন আসাদ। পরে মটর বাইকযোগে ঘটনাস্থল ত্যাগ করার সময় এস আই আসাদকে পিছন থেকে কোমরে উপরিভাগে ছুঁরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায় উজ্জল।

গুরুতর রক্তাত্ব জখম অবস্থায় আসাদকে স্থানীয় লোকজন ও পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে ও পরে মমেক হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তার অস্ত্রোপাচার সম্পন্ন হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে বর্তমানে সে লাইফ সাপোর্টে রয়েছে। কাঞ্চনের স্ত্রী সোমা আক্তার জানান উজ্জল নিয়মিত ইয়াবা সেবন করতো।

বেশকিছুদিন ধরে সে রামদা ও ছোঁরা নিয়ে এলাকায় ঘুরাঘুরি করে মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছিল। বাড়ীতেও সে সকলের সাথে উৎশৃংখল আচরণ করতো। উজ্জল ব্যক্তিগত জীবনে দু’টি বিয়ে করলেও তার অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে তাকে ছেড়ে চলে গেছে। তাই উজ্জলের উৎশৃংখল-অসামাজিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে থানায় তার বিরুদ্ধে ঘটনারদিন বিকেলে অভিযোগ করেছিল কাঞ্চন মিয়া।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে জানান এস আই আসাদের অবস্থা আশংকাজনক। তার ওপর হামলাকারী উজ্জলকে গ্রেফতার করতে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়