শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই স্বৈরাচার এক হয়েছে: অামীর খসরু

রুহুল অামিন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অামীর খসরু মাহমুদ চৌধুরী সরকার ও চৌদ্দদলীয় জোট সরকারের অংশ জাতীয় পার্টী এরশাদের সমালোচনা করে বলেন, একজন অান্তর্জাতিক স্বীকৃত স্বৈরাচার অারেক জন অাগেই দেশীয় স্বীকৃত। এই দুই স্বীকৃত স্বৈরাচার অাজ এক হয়েছে। তারা মিলে নাকি অাগামী নির্বাচন কালীন সরকারের নেতৃত্ব দিবে তাহলে নির্বাচনের কী অাবস্থা হবে।

বুধবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ ইথূয় ফোরাম অায়োজিত বিএনপির নেতাদের মুক্তির দাবিতে যুবসমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের সমস্ত সম্পদ লুট করেছে সরকার, ব্যাংকে কোন টাকা নাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে লুটপাট করছে। এ সরকারের কাছে দেশ ও গণতন্ত্র ও জনগণ নিরাপদ নয়। অামরা জনগণের উদ্দেশ করে বলতে চাই বিএনপির সাথে অাসেন অামরা ঐকবদ্ধ হই। এই স্বাধীনতার মাসে অারেকটা যুদ্ধ করে দেশ ও জনগণকে এই লুটপাটের সরকারের হাত থেকে দেশ গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করি।

সাবেক বাণিজ্য মন্ত্রী অামীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমান সরকারের মন্ত্রীদের সংবিধান পড়া নিয়ে প্রশ্ন তুলে বলেন,
সরকারে মন্ত্রীরা সংবিধান পড়ে কথা বলেন, নাকি সংবিধান না পড়েই কথা বলেন, তা অামার সন্দেহ অাছে। তা না হলে তারা তো সুস্পট সংবিধান বিরুদ্ধে কথা বলছেন। যে সংবিধানে গণতন্ত্র ও মানবধিকার কথা সবচেয়ে বেশি বলা হয়েছে সে সংবিধানের দোহাই দিয়ে সরকার জনগণকে তাদের প্রাপ্য মানবধিকার ও গণতন্ত্রের অধিকার থেকে মিথ্যাচার করছে সরকারের মন্ত্রীরা। সরকার সংবিধানের মূল কাঠামো ভেঙ্গে দিয়েছে। শুধুমাত্র তাদের ক্ষমতা ধরে রাখার জন দাবি করেন খসরু।

১/১১ সরকারের সময়ে শেখ হাসিনা এরেস্ট ও বিচারের ব্যাপারে বিএনপির এনেতা বলেন, ১/১১ সরকারের সময়ে যারা তাকে এরেস্ট করেছে তাদের তিনি চেনেন এবং এখন তাদের বিচার করবেন বলেছেন প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগ সভানেত্রী। তাহলে অাপনারাই বলেন তো ১/১১ সরকারে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শেখ হাসিনা কী বলেছিল। তিনি বলেছিলেন, যে ১/১১ সরকার শেখ হাসিনা ও অাওয়ামী লীগের অান্দোলনের ফসল। যদি তাই হয় তাহলে তো ১/১১ সরকারের বিচারের অাগে কার বিচার হওয়া উচিৎ। ১/১১ সরকারেরর নাকি শেখ হাসিনার। তিনি বলেন, শেখ হাসিনার বিচার অাগে হওয়া উচিৎ।

অাজকের প্রেক্ষাপট এমন অবস্থা অাসছে যে কোথায় থেকে কথা বলা শুরু করবো অার কোথায় শেষ করবো তা ঠিক করা কঠিন কারণ এত বিষয় অাছে যে পুরাদিন কথা বললেও শেষ হবে না ।

বিএনপির নেতাকর্মীদের সর্তক করে অামীর খসরু বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তারা (সরকার) নির্বাচন করতে চায়। বাংলাদেশের প্রতিটা মানুষ প্রস্তুতি নিচ্ছে। কারো কথায় কান দিবেন না। কেউ কেউ উসকে দিতে চাচ্ছে। মনে রাখবেনা গণতন্ত্রের পথ, একমাত্র পথ, শান্তির পথ , একমাত্র কল্যাণের পথ। অামরা সরকারের কাছে বিনীত ভাবে বলতে চাই। বেগম খালেদা জিয়ার জামিনে অার হস্তক্ষেপ করবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়