শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ২৫ কোটি টাকায়ও কমছে না মশার উপদ্রব

জুয়াইরিয়া ফৌজিয়া : রাজধানীতে মশা নিধনে ২৫ কোটি টাকা বরাদ্দ হলেও এখনো মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। নগরবাসীর অভিযোগ, ওষুধ ছিটানো হলেও নেই এর কোনো কার্যকারিতা। এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মশার প্রকোপ নিয়ন্ত্রণ করা না গেলে এবারও ছড়াতে পারে মশাবাহী রোগ।

মশার উপদ্রব থেকে বাঁচতে রাজধানী মিরপুরের দেখা গেছে অনেকে দিনের বেলাও মশারি টানিয়ে বসে আছে। অন্যদিকে পড়ার টেবিল ছেড়ে খাটে মশারির ভিতরে পড়ছিলেন এবারের এক এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সন্তানের সুস্থতার জন্য দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখি। কারণ মশা নিধনে সিটি কর্পোরেশনের কোন কার্যকরি উদ্যোগ নেই।

চিকিৎসকরা বলেন, মশা নিধনে এখনও যদি কার্যকরি ব্যবস্থা না নেয়া হয় তবে জনস্বাস্থ্য ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে সিটি কর্পোরেশন জানায়, নগরবাসীর সুরক্ষায় মশা নিধনের সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। মশার জন্ম বিভিন্ন অপরিষ্কার ডোবা- নালা ও অনেকদিনের জমাট পানি থেকে। তাই কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নিধন সম্ভব নয়। এর জন্য জনগণকে আগে সচেতন হতে হবে।

প্রতি বছর রাজধানীতে এসময়ে মশার প্রকোপ বেড়ে যায়। যা কিনা অনেক মৌসুমি রোগের বাহকও। গত বছর মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে এখনও বহন করছে সেই যন্ত্রণা।

পর্যবেক্ষকরা মনে করছেন, পরিকল্পিত নগর ব্যবস্থা আর জন সচেতনতাই পারে মশা ও মশা বাহিত রোগ থেকে মুক্তি দিতে।

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়